News update
  • Tk 500cr Drive to Turn Haor Fallow Land Into Farmland     |     
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     

দল ঘোষণার আগে ইনজুরিতে নেইমার

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-08-25, 10:41am

65464356435-7c3cf14e27705ea14ef91b2718c6304b1756096890.jpg




প্রায় দুই বছর পর ব্রাজিল জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছিলেন নেইমার জুনিয়র। ভক্ত-সমর্থকরাও অপেক্ষায় ছিলেন আসন্ন ফিফা উইন্ডোতে প্রিয় তারকাকে জাতীয় দলের জার্সিতে মাঠে দেখার। তবে সেই আশায় আবারও ভাটা পড়ল। নতুন করে ইনজুরিতে পড়ায় ব্রাজিল দলে নেইমারের ফেরার সম্ভাবনা আবার ধাক্কা খেল।  

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নামেন নেইমার। এরপর দু’বার দলে ডাক পেলেও চোটের কারণে খেলতে পারেননি। চিলি ও বলিভিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই ম্যাচকে ঘিরে তার ফেরার প্রবল জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু দল ঘোষণার মাত্র এক দিন আগে সান্তোস ফরোয়ার্ড আক্রান্ত হলেন ঊরুর ইনজুরিতে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, অনুশীলনের সময় ব্যথা অনুভব করেন নেইমার। পরবর্তীতে মেডিকেল টেস্টে তার ঊরুতে ইনজুরি ধরা পড়ে। বিষয়টি ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) জানিয়েছে সান্তোস। ক্লাব আরও জানিয়েছে, নেইমারের ঊরু ফুলে গেছে এবং তিনি চিকিৎসা শুরু করেছেন।

সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে টানা সাত ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করেছিলেন নেইমার। তবে কোচ কার্লো আনচেলত্তি শুরু থেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কায় ছিলেন বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম।

সবকিছু স্বাভাবিক থাকলে ৩১ আগস্ট সান্তোসের ক্যাম্পে ফিরবেন নেইমার। অন্যদিকে, আগামী ৫ ও ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে যথাক্রমে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আরটিভি