News update
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     
  • World Leaders Hail Youth as Drivers of Global Change     |     
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     

হেসেখেলে পাওয়া জয়ে শীর্ষে পিএসজি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-09-28, 7:29am

3389ca39086720a3a430bc83a757ea22001a33e8ad31fd67-d4f10030fb0b537d88601446b0ec8cc11759022992.jpg




ওসমান দেম্বেলের ব্যালন ডি'অর জয়ের পর প্রথম ম্যাচ পিএসজির। চোটের কারণে অবশ্য স্কোয়াডেই নেই সদ্য ব্যালন ডি'অরজয়ী ফরাসি তারকা। আগের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে হারা পিএসজি এদিন অজেঁর বিপক্ষে নামাল দ্বিতীয় সারির দল। তাতেও জয়ের জন্য বেগ পেতে হয়নি প্যারিসিয়ানদের। সহজ জয়ে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে পিএসজি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পার্ক দে প্রিন্সেসে অজেঁর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। দুই অর্ধে দুই সেন্টারব্যাক ইলিয়া জাবারনিয়ি ও লুকাস বেরালদো গোল করেন।

সবশেষ ৯ মৌসুমে এই নিয়ে সপ্তমবারের মতো মৌসুমের প্রথম ছয় ম্যাচের অন্তত পাঁচটিতে জয় পেল পিএসজি। এই নিয়ে লিগে টানা ৩৬ ম্যাচে গোল পেয়েছে প্যারিসিয়ানরা, যা তাদের ক্লাব রেকর্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা গোলের রেকর্ড আরেক ফরাসি ক্লাব লিলের (৪৪ ম্যাচ)।

ঘরের মাঠে এই ম্যাচের আগে এদিন পিএসজির খেলোয়াড়রা হাজির হয়েছিল সদ্য ব্যালন ডি'অর সেরেমনিতের অর্জন হাতে। স্কোয়াডে না থাকলেও ওসমান দেম্বেলে দর্শক-সমর্থকদের সামনে ব্যালন ডি'অর হাতে উপস্থিত হন। সেরা কোচ ও সেরা ক্লাবের পুরস্কার হাতে তাকে সঙ্গ দিয়েছেন লুইস এনরিকে এবং অধিনায়ক মার্কুইনিয়োস।

ঘরের মাঠে ৩২ মিনিটে লিড পায় পিএসজি। কর্নার থেকে আসা বলে ব্যাকপোস্টে পাস দেন ভিতিনিয়া। জাবারনিয়ি ভলিতে বল জালে পাঠান।  এর চার মিনিট পরেই মাঠ ছাড়েন ভিতিনিয়া। অস্বস্তি অনুভব করায় তাকে তুলে আশরাফ হাকিমিকে নামানো হয়।

ম্যাচের ৫৪ মিনিটে পিএসজির দ্বিতীয় গোলটিও আসে কর্নার থেকেই। ছোট করে নেয়া কর্নার থেকে বল পেয়ে নিখুঁত ক্রসে বেরালদোকে খুঁজে নেন মায়ুলু। একদম গোলমুখ থেকে হেডে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক।

এই জয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পিএসজি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।