News update
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     
  • 65 Nations Sign UN Treaty to Combat Cybercrime Globally     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ 5th worst in world Saturday     |     
  • Dhaka’s air recorded unhealthy on Friday morning     |     

‘গোল্ডেন বুট’ বুঝে পেলেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-10-25, 10:50am

546435435r3453425-6bce863b4725fea306f2db0901647b691761367806.jpg




ন্যাশভিল এসসির বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করে ‘গোল্ডেন বুট’ নিশ্চিত করেছিলেন লিওনেল মেসি। আর প্লে-অফের প্রথম ম্যাচেই নিজের পুরস্কার বুঝে পেলেন তিনি। সেই সঙ্গে ম্যাচে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।

শনিবার (২৫ অক্টোবর) সকালে মেসির হাতে ‘গোল্ডেন বুট’ তুলে দেন মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার।

এ সময় তিনি বলেন, আমরা কখনও ভাবিনি লিওনেল মেসি এমএলএস, এই শহর ও ক্লাবের জন্য এতটা পরিবর্তন আনবেন। তিনি লিগের গতি ও মান সম্পূর্ণ বদলে দিয়েছেন। 

নতুন চুক্তি নিয়ে তিনি বলেন, তিন বছর তাকে এখানে পাওয়া এমএলএসের জন্য এক আশীর্বাদ। তিনি ফুটবলের সবচেয়ে বড় নাম। তার খেলার ধরন, মানসিকতা ও জয়ের ক্ষুধাই তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় বানিয়েছে।

২০২৫ মৌসুমের এমএলএসে মেসি ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন। হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। এছাড়া একদিন আগেই মেসি ইন্টার মায়ামির সঙ্গে নতুন তিন বছরের চুক্তি সাক্ষর করেন, যার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই মেসি বদলে দিয়েছেন ক্লাবের ভাগ্য। তার আগমনের পর থেকেই মায়ামি জিতেছে লিগস কাপ (২০২৩) ও সাপোর্টার্স শিল্ড (২০২৪)। ক্লাবটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ডলার। 

এই মৌসুমেও তিনি টুর্নামেন্টের এমভিপি হওয়ার পথে আছেন। এই মৌসুমে জিতলে তিনি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর দুই মৌসুমে এমভিপি হওয়ার রেকর্ড গড়বেন।