News update
  • 9 killed as bus catches fire in India's Haryana     |     
  • Flash floods kill 50 in western Afghanistan: police     |     
  • Nearly 10,000 evacuated in Ukraine's Kharkiv region: governor     |     
  • UN, ASEAN urged to save Rohingyas from genocide in Myanmar     |     
  • Light morning rain in parts of Dhaka brings some relief     |     

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে শুশক প্রজাতির মৃত ডলফিন

বন্যপ্রানী 2022-10-07, 11:40am

a-dead-dolphin-of-dry-species-has-come-floating-to-kuakata-beach-b9682f656e80d216472e5e2b2dc4b1051665121237.jpg

A dead dolphin of dry species has come floating to kuakata beach



পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি শুশক প্রজাতির মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট, প্রস্থ দেড় ফুট। বৃহস্পতিবার সকাল নয়টায় সৈকতের গঙ্গামতি এলাকায় ডলফিনটি ভেসে আসে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু জানান, ডলফিনটি কয়েক ঘন্টা আগে সাগরে মারা গেছে। কারন ডলফিনটির রং এর পরিবর্তন হয়নি। তবে পেট ফাটা রয়েছে। আর মুখে জাল পেঁচানো রয়েছে। তার ধারনা, জেলেদের জালে মুখ আটকানোর কারনেই এটির মৃত্যু হয়েছে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। এটি মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

এটি নিয়ে সৈকতে এবছর মোট ১৮টি মৃত ডলফিন ভেসে। বারবার ডলফিন মৃত্যুর কারনে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। - গোফরান পলাশ