News update
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     
  • Bangladesh concede 6-wicket defeat to India in ICC Trophy     |     

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা মৃত ডলফিন

বন্যপ্রানী 2024-06-15, 12:17am

a-10-feet-long-dead-dolphin-has-floated-to-kuakata-beach-on-friday-4c585574be057e6cc00c441457d367b41718389062.jpg

A 10-feet long dead dolphin has floated to Kuakata beach on Friday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ফের দেখা মিলল একটি ১০ ফুট লম্বা  বোটলনোজ প্রজাতির মৃত ডলফিনের। । শুক্রবার (১৪জুন) সকালে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব পাশে ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, বঙ্গোপসাগরের ডেউয়ের সাথে তীরে আসতে দেখি ডলফিনটিকে। এটি দুই থেকে তিন দিন আগে মারা যেতে পারে। এটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। এসময় ডলফিনটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক 

পর্যটক। পরে আমি বনবিভাগ ও ইকো-ফিসকে খবর দেই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, খবর পাওয়ার সাথে সাথে বনবিভাগ ও ব্লু-গার্ডের সহায়তায় আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছে।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করেছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়। - গোফরান পলাশ