News update
  • France to Break Away from UK & US in Recognising Palestine as Nation State     |     
  • Storm Alert Issued for Dhaka and Eight Other Regions     |     
  • 58 killed in deadliest US strike on Yemen     |     
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     

কলাপাড়ায় সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা সাপ উদ্ধার

বন্যপ্রানী 2024-11-13, 12:15am

venomous-snakes-recovered-from-a-snake-charmer-in-kamalara-on-monday-12-november-2024-ec18e1cb81c1460f747aee1e59483b111731435318.jpg

Venomous snakes recovered from a snake charmer in Kamalara on Monday 12 November 2024.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামের এক সাপুড়িয়ার কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যের ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘের ১ টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা। সোমবার রাত নয়টার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়।

এসময় এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দু'টিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছে সংগঠনটির সদস্যরা। ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে তাকে 

এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, ওই সাপুড়িয়া সাপ দু'টি দিয়ে খেলা দেখাচ্ছিল। সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল  উপস্থিত হয়ে সাপ দু'টিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে সাপ দু'টি বনে অবমুক্ত করা হবে। দু'টি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিশ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ। - গোফরান পলাশ