News update
  • Yunus Invites Malaysian Investors to Explore Bangladesh     |     
  • Guterres Seeks Probe Into Gaza Journalist Killings, Hunger Deaths     |     
  • India Restricts Key Jute Imports via Land Borders     |     
  • Rahul, Priyanka Detained in March to ECI Over ‘Vote Fraud’     |     
  • Five Taxpayer Groups Freed from Online Filing Obligation     |     

জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বন্যপ্রানী 2025-01-29, 10:07pm

a-ziraffe-at-the-bangladesh-national-zoo-be27ac5277a469fa0ccf48e74fb001c71738166863.jpeg

A giraffe at the Bangladesh National Zoo. Photo courtesy



ঢাকা,  ২৯ জানুয়ারি: অগ্রাধিকারভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের জন্য জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা আজ মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্হা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণ-সহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হাগ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। তিনি দর্শনীয় স্হানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ বি এম সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ। - তথ্যবিবরণী