News update
  • Red bus with ‘Bangladesh first’ slogan ready at Dhaka airport for Tarique     |     
  • Flight carrying Tarique, family lands at Dhaka Airport     |     
  • Tarique’s Flight Lands in Sylhet; Crowds Build at 300 Feet     |     
  • Christmas in Bangladesh Thursday     |     
  • Bangladesh Bars Internet Shutdowns, Restores BTRC Autonomy     |     

কুয়াকাটা ঘরের পাশে জালে আটকে ছিল পদ্ম গোখরা

বন্যপ্রানী 2025-08-21, 11:07pm

a-monocled-cobra-stuck-with-a-net-near-a-house-was-recued-and-released-by-animal-lovers-of-kuakata-on-thursday-644c2073c78a4c5fbae267aed39b4ee81755796042.jpg

A Monocled cobra stuck with a net near a house was recued and released by animal lovers of Kuakata on Thursday.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ফুট লম্বা বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার হোসেন পাড়া থেকে সাপটি উদ্ধার করেঅ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আবু হাসান মিলন নামের এক যুবকের বাড়ির আঙ্গিনায় জালে আটকানো ছিল পদ্মগোখরা। সকালে সাপটি দেখে স্থানীয় অ্যানিম্যাল লাভারসদের খবর দেন তিনি। পরে অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী' কলাপাড়া, স্থানীয় পরিবেশ কর্মী, পৌরসভা কর্মী বনবিভাগ যৌথভাবে সাপটিকে উদ্ধার করে অবমুক্ত করে।

'অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানায়, এই সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia, ইংরেজিতে যার নাম monocled cobra এটি হল গোখরা প্রজাতির একটি সাপ যা দক্ষিণ এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দেখা যায়। খবর পেয়ে আমরা রেস্কিউ টিম নিয়ে  আজকে এই বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্ত করেছি।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এর সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, জালের ভেতরে আটকে ছিল সাপটি। রে আমাদের কাছে ফোন দেয়া লে ঘটনাস্থলে এসে দেখি সাপটি আটকে আছ, স্থানীয়রা এটিকে ভিড় জমিয়ে আছে। তবে কেউ এটাকে মারেনি। সচেতন থাকার জন্য স্থানীয়দের ধন্যবাদ জানাই। পরে আমরা প্রশিক্ষিত টিমকে খবর দেইতারা এসে এটিকে উদ্ধার করে আমাদের সহযোগীতায়। পরে বন বিভাগকে সাথে নিয়ে অবমুক্ত করি।

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ। তবে এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই অকারণে সাপ মেরে ফেলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই আমরা উদ্ধারকর্মীদের সহায়তা করে অবমুক্ত করেছি। - গোফরান পলাশ