News update
  • Organised Crime Deepens Grip on Global Gold Supply Chain: UN     |     
  • A Cultural Revolution at the UN Is Long Overdue     |     
  • Cyclone May Form in Bay Late May, Coastal Areas on Alert     |     
  • Over 28,000 Women, Girls Killed in Gaza: UN Women     |     

দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ

গ্রীণওয়াচ ডেস্ক বর্জ্য 2024-12-20, 6:04pm

img_20241220_180202-25b1dda616149b8de62924bead0a88a81734696242.jpg




দেড় মাসে নিষিদ্ধ ঘোষিত ৫০ হাজার কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পলিথিন শপিং ব্যাগের নিষিদ্ধ ঘোষণা কার্যকর করতে গত ৩ নভেম্বর থেকে সারাদেশে ১৯৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ এব ৪১৪টি প্রতিষ্ঠানকে ২৫ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

তপন কুমার বিশ্বাস বলেন, পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ উদ্যোগ সফল করতে মন্ত্রণালয় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ সময় দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সরকারি এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

রাজধানীর কারওয়ান বাজারে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার রোধে আজকের মনিটরিং অভিযানে দোকানদার ও ক্রেতাদের চটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং মোম প্রলেপযুক্ত ব্রাউন পেপার ব্যাগ ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়।

অভিযানের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি