News update
  • Economic Reporters demand withdrawal of ban on entry to BB      |     
  • 155 killed in Tanzania as heavy rains cause floods, landslides: PM     |     
  • Sajek road accident: Death toll rises to 9     |     
  • Heatstroke kills 30 in Thailand this year as kingdom bakes     |     
  • 160 pilot whales beach on Australian west coast, 26 die     |     

রাজধানীর মতিঝিলে বিসিক আয়োজিত উদ্যোক্তা মেলা শুরু

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2022-06-26, 11:15pm

image-47945-1656261730-57af7e1d882171c5962d231e42bded1b1656263751.jpg




রাজধানীর মতিঝিলস্থ বিসিক’র ঢাকা জেলা কার্যালয় প্রাঙ্গনে ৮ দিনব্যাপি ক্রেতা-বিক্রেতা সম্মিলন ও উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

বিসিক’র চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান রোববার সকালে প্রধান অতিথি হিসেবে এ সম্মিলন ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন।

কুটির,মাইক্রো,ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) উৎপাদিত পণ্যের বিকাশ, প্রচার ও প্রসারের জন্য বিসিক’র উদ্যোগে এ উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় সিএমএসএমই উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য যেমন চামড়াজাত পণ্য (ব্যাগ, জুতা, বেল্ট ও মানিব্যাগ), হ্যান্ডিক্রাফটস, মধু, পাটজাত পণ্য, বুটিকস্ ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হবে।

রোববার রাতে বিসিক’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে, সম্মিলন ও মেলায় ৪৭টি স্টলে বাহারী পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। আগামী ৫ জুলাই-২০২২ পর্যন্ত এ সম্মিলন ও মেলা  চলবে (শুক্র-শনিবার ছাড়া)। সকাল ১০ টা থেকে রাত ৮ পর্যন্ত ক্রেতা-বিক্রেতা ছাড়াও সকলের জন্য এ উদ্যোক্তা মেলা উন্মুক্ত থাকবে। তথ্য সূত্র বাসস।