চীনের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, সারাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ও রাষ্ট্র-নিয়ন্ত্রিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিচালন-আয়, গত বছরের একই সময়ের তুলনায় ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রকাশিত তথ্যানুসারে, বছরের প্রথম সাত মাসে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট পরিচালন-আয় ছিল ৪৫৭৭৯.৬৩ বিলিয়ন ইউয়ান। এর মধ্যে কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো ২৫৭৪৬.৫৮ বিলিয়ন ইউয়ান আয় করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৬ শতাংশ বেশি এবং স্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো আয় করেছে ২০০৩৩.০৫ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৮.১ শতাংশ বেশি।
পাশাপাশি, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো নিট মুনাফা করেছে ২৬৭৫.৫৪ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২.১ শতাংশ কম। এদের মধ্যে, কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো ১৯১৮.৬১ বিলিয়ন ইউয়ান এবং স্থানীয় রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো ৭৫৬.৯৩ বিলিয়ন ইউয়ান নিট মুনাফা করেছে।
(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)