
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
তবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে চলাচল করবে রাজধানীর জনপ্রিয় যানবাহনটি।
গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় ডিএমটিসিএল পরিচালক (জনসংযোগ) আহসান উল্লাহ শরীফী বলেন, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।