News update
  • Govt to cut savings certificate profit rates from January     |     
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     

‘স্পিড মাস্টার’ তকমা নিয়ে বাজারে আসছে ইনফিনিক্সের ‘নোট ১২’

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2022-06-09, 3:34pm




বাংলাদেশের বাজারে দ্রুতই জনপ্রিয়তা পাওয়া প্রসিদ্ধনেক্সট-জেনারেশনস্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স শিগগিরইনোট ১২সিরিজের সর্বশেষ প্রিমিয়াম ফোন বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উচ্চ মান-সম্পন্ন পারফরম্যান্স নান্দনিক ডিজাইনের ডিভাইস তৈরির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে মানদণ্ড তৈরির সুখ্যাতি কুড়িয়েছে। কাঙ্ক্ষিত এই মোবাইল নিয়ে টেকপাড়ায় রয়েছে নানা গুঞ্জন, ধারণা করা হচ্ছেনোট ১২এর নতুন ভ্যারিয়েন্টটিতে থাকবে দ্রুতগতির শক্তিশালী প্রসেসর, মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর আকর্ষণীয় অ্যামলেড ডিসপ্লে।         

বলাই বাহুল্য, মিডিয়াটেক হেলিও জি৯৬ আল্ট্রা গেমিং প্রসেসর ব্যবহার করে সহজেই কোনো রকম বিঘ্ন ছাড়াইহাই এফপিএসএর উচ্চমাত্রার কনফিগারেশনের গেমগুলো খেলা যায়। আশা করা হচ্ছে, ‘নোট ১২ জি৯৬ভ্যারিয়েন্টের এই অত্যাধুনিক স্মার্টফোনের মাধ্যমে ইনফিনিক্স আধুনিক পেশাদারদের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদা মেটাতে সক্ষম হবে- কারণ হালকা সহজে বহনযোগ্য এই ডিভাইস একইসঙ্গে উচ্চ মানের পারফরম্যান্স প্রদানেও সক্ষম। বিভিন্ন সূত্র আরো জানাচ্ছে, শক্তিশালী গেমিং প্রসেসর ছাড়াও ইনফিনিক্সের সর্বশেষ এই ডিভাইসে থাকছে অধিকতর বৃহৎ বর্ধিত ্যাম সুবিধা, যেটির মাধ্যমে পরবর্তী প্রজন্মের ব্যবহারকারীরা দরকারি মাল্টি-টাস্কিং করতে পারবেন; পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম দৈনন্দিন উৎপাদনমুখী অ্যাপ সমূহ একনাগাড়ে ব্যবহারেরও সুযোগ করে দেবে। নতুন এই ডিভাইসটিতে থাকতে পারে দ্রুত গতির .এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস টেক্সার এবং কার্বন ফাইবারের শক্তিশালী সমন্বয়েএরোস্পেস-গ্রেড আল্ট্রা-থিন গ্লাস ফাইবার        

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স কেমন করে প্রিমিয়াম ফিচার সমূহ এমন সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়- তাই এখন দেখার বিষয়। নান্দনিকতা, গতি শক্তিশালী পারফরম্যান্সের মিশেলে ইনফিনিক্সনোট ১২ জি৯৬ সমন্বিত ্যাম রম ব্যবহারের মাধ্যমে বাজারে আসতে পারে ৮জিবি থেকে ১৩জিবি বর্ধিত মেমোরির সুবিধা নিয়ে, এতে গ্রাহকরা সহজেই ৫জিবি বর্ধিত ্যাম সুবিধা পাবেন। 

নোট ১২ জি৯৬ডিভাইসে আরো থাকতে পারে অকল্পনীয় প্রসেসিং স্পিড, পারফরম্যান্স এবং ৩৩ ওয়াটের সুপার চার্জযুক্ত ৫০০০এমএইচ সক্ষমতার ব্যাটারি। আরো গুঞ্জন রয়েছে স্মার্টফোনটিতে থাকবে শক্তিশালী চিপসেট, ‘ডেপথ অ্যান্ড এআই লেন্সএর সমন্বয়ে ট্রিপল সিনেম্যাটিক ৫০ মেগাপিক্সেল আল্ট্রানাইট ক্যামেরার আকর্ষণীয় গড়ন।জি৯৬এর এই ভ্যারিয়েন্ট আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা নিয়ে ইনফিনিক্সভক্তদের মধ্যে ইতোমধ্যে তুমুল আগ্রহ দেখা দিয়েছে।

সর্বোচ্চ প্রযুক্তি অভিনব ফিচারের এই জমজমাট স্মার্টফোনকে বলা হচ্ছেনেক্সট-লেভেলস্পিড মাস্টার।নোট ১২ জি৯৬বাজারে আসতে পারেস্যাফায়ার ব্লু’, ‘ফোর্স ব্ল্যাক’, ‘স্নো-ফল টোনরঙে সাথে থাকবে সর্বশেষ হালনাগাদেরঅ্যান্ড্রয়েড ১২অপারেটিং সিস্টেম। ইনফিনিক্সের এই সিগনেচার ডিভাইসের দাম জানা যাবে খুব শিগগিরই! বিজ্ঞপ্তি।