দুইজন চীনা মহাকাশচারী একটি নতুন মহাকাশ স্টেশন থেকে স্পেসওয়াকে গিয়েছিলেন। এই বছরের শেষের দিকে মহাকাশ স্টেশনটির কাজ শেষ হওয়ার কথা ছিল।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেশটির মহাকাশ কর্মসূচি পরিচালনা করে। এ কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যুক্তরাষ্ট্র চীনকে বাদ দেয়ার পরে চীন তার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চীনের মহাকাশের উচ্চাকাঙ্ক্ষায় ব্যাপকভাবে কৌশলগত চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন। তারা এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-সোভিয়েত প্রতিদ্বন্দ্বিতার প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন যা ১৯৬০-এর দশকে চাঁদে যাওয়ার প্রতিযোগিতাকে প্ররোচিত করেছিল।
ছয় মাসের মিশনে সর্বশেষ স্পেসওয়াকটি ছিল দ্বিতীয় দফার যা মহাকাশ স্টেশনটির কার্যক্রম সমাপ্তির তত্ত্বাবধান করবে। দুটি পরীক্ষাগারের মধ্যে ২৩ টনের প্রথম মডিউলটি জুলাই মাসে স্টেশনে যুক্ত করা হয়েছিল এবং অন্যটি এই বছরের শেষের দিকে পাঠানো হবে।
স্পেসওয়াকের সময় ক্রুর তৃতীয় সদস্য লিউ ইয়াং অন্য দুজনকে স্টেশনের ভেতর থেকে সাহায্য করেছিলেন। লিউ এবং চেন প্রায় দুই সপ্তাহ আগে প্রথম স্পেসওয়াক পরিচালনা করেছিলেন।
তাদের মিশনের শেষের দিকে আরও তিনজন মহাকাশচারী তাদের সাথে যোগ দেবেন যার ফলে প্রথমবারের মতো স্টেশনটিতে ৬ জন থাকবে।চ
সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পর ২০০৩ সালে তৃতীয় দেশ হিসেবে চীন একজনকে মহাকাশে পাঠায়। তারা চাঁদ এবং মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছে এবং চাঁদের নমুনা পৃথিবীতে নিয়ে এসেছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।