News update
  • Dhaka’s air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • Surge in substandard products in BD targeting Eid market     |     
  • Elderly Rohingya killed, two hurt in stampede at iftar crowd     |     
  • Conflict, hunger, poverty impede children's early growth: Türk     |     
  • Dhaka’s air quality ‘unhealthy’ Friday morning     |     

‘চীনা টেলিকম কোম্পানিগুলোকে মার্কিন নিরাপত্তার জন্য হুমকি মনে করা অযৌক্তিক’

ওয়াং হাইমান ঊর্মি বিজ্ঞান ও প্রযুক্তি 2022-09-22, 7:06pm

egdgfgfgmjh-cbe51c90d0f362fd2564abd1d55261861663851991.jpg




চীনা টেলিকম কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’-র তালিকায়  অন্তর্ভুক্ত করা অযৌক্তিক।

এটি চীনা কোম্পানিগুলোকে দমনের একটি মার্কিন অজুহাত মাত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বুধবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র ওয়াং বলেন, “মার্কিন পদক্ষেপ বাজারের নিয়মের লঙ্ঘন, আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থার পরিপন্থি, এবং চীনা কোম্পানিগুলোর স্বার্থ-পরিপন্থি। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করি। অবিলম্বে নিজের ভুল সংশোধন করতে এবং চীনা কোম্পানিগুলোকে অযৌক্তিকভাবে নিয়ন্ত্রণ ও দমন করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় চীন। আমরা দৃঢ়ভাবে চীনের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাব। চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈধ স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা হবে।”  


(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)