News update
  • UN Estimates $70 Billion Needed to Rebuild Gaza After War     |     
  • Mirpur garment factory, chemical godown fire kills 9     |     
  • Garbage pile turns Companiganj Bazar into an unhygienic town     |     
  • Put 'old feuds' aside for a new era of harmony in ME: Trump     |     
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     

কলাপাড়ায় আ’লীগ ও সাংসদকে নিয়ে ফেসবুকে পোষ্ট, জিডি

বিজ্ঞান ও প্রযুক্তি 2022-11-18, 8:54pm

Facebook messaging



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্য’র ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে অসত্য মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়ায় থানায় জিডি দায়ের করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সম্পাদক মো: ফয়জুল ইসলাম আশিক তালুকদার এ জিডি দায়ের করেন।

সূত্র জানায়, ফেসবুক আইডি www.facebook.com/rattan.sikder.7739 ফেসবুকে ১৭ সেপ্টেম্বর, ১৫ অক্টোবর, ১১ নভেম্বর সহ বিভিন্ন তারিখ ও সময় আওয়ামীলীগ ও স্থানীয় সাংসদ কে নিয়ে অসত্য, বানোয়াট,  মানহানিকর ও ষড়যন্ত্রমূলক পোষ্ট দেয়। যা Mostafizur Rahman (Link-www.facebook.com/profile.php?id-100027838414915) দিয়ে শেয়ার ও সহমত পোষন করে একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত বলে প্রতীয়মান। এতে বাংলাদেশ ছাত্রলীগ উপজেলা সম্পাদক আশিক তালুকদার সংক্ষুব্ধ হয়ে এ জিডি দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো: জসিম ছাত্রলীগ নেতার জিডি দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ফেসবুক আইডি’র ব্যবহারকারীদের সনাক্ত করে আইনী পদক্ষেপ গ্রহন করা হবে। - গোফরান পলাশ