News update
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     
  • Trump claims Russia, China secretly conduct underground nuclear tests     |     

১০ হাজার কর্মী ছাঁটাই করবে মাইক্রোসফট

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-01-19, 9:27am

3fae66ff3c3f987176fad2cae501c59f_original-6e63a2ee1423bad75a6d4d830ce818cd1674098850.jpg




মাইক্রোসফট বুধবার জানিয়েছে, তারা ২০২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের শেষ দিকে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে। অর্থনীতিতে যখন মন্দা একে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে ছাঁটাই ত্বরান্বিত হওয়ার সর্বসাম্প্রতিক লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।

মাইক্রোসফট জানিয়েছে, হার্ডওয়্যার-পোর্টফোলিও এবং অন্যান্য পরিবর্তনের সাথে সম্পর্কিত ছাঁটাই এবং ব্যয়ের ফলে ২০২৩ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ১২০ কোটি ডলারের খরচ হবে। যার কারণে প্রতি শেয়ারে মুনাফা ১২ সেন্ট কমে যেতে পারে।

কর্মীদের দেওয়া এক চিঠিতে, যা রয়টারকেও পাঠানো হয়েছে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা বলেন, গ্রাহকরা তাদের "কম খরচে তাদের ডিজিটাল ব্যয় সর্বোচ্চ করতে চান”।তিনি আরও বলেন,"সতর্কতা অবলম্বন করুন কারণ বিশ্বের কিছু অংশ মন্দার মধ্যে রয়েছে এবং অন্যান্য অংশেও তা দেখা দিতে পারে”।

মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত ছাঁটাইয়ের খবর, গত বছরের তুলনায় এ বছর কিছুটা কমই দেখা যাচ্ছে।

মাইক্রোসফট গত বছরের জুলাইয়ে জানায়, অল্প সংখ্যক পদ বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সংবাদ সাইট অ্যাক্সিওস অক্টোবরে জানিয়েছে, সংস্থাটি বেশ কয়েকটি বিভাগে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই করেছে।

সত্য নাদেলার নেতৃত্বাধীন সংস্থাটি মহামারীর শুরুর পর থেকে, ব্যক্তিগত কম্পিউটার বাজারে তাদের উইন্ডোজ এবং এর সাথে যুক্ত সফ্টওয়্যারগুলির খুব কম চাহিদা থাকায় মন্দা মোকাবিলা করছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।