News update
  • 10 killed in Egypt as minibus plunges off ferry into Nile     |     
  • “No intention to fix new price for edible oil before Eid”      |     
  • Buddha Purnima Wednesday     |     
  • CEC never considered 30 % voter turnout in 2nd phase UZ Polls as significant     |     
  • Rice production rises over 4 times in 50 years: Agri Minister      |     

চিপ উৎপাদন যন্ত্রপাতির রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করবে জাপান

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-04-01, 9:46am

20230331_14_1237662_l-f7a35dda7fb84be04a0fa53ae21d5a791680320815.jpg




জাপান সরকার সেমিকন্ডাক্টর উৎপাদন যন্ত্রপাতি সংক্রান্ত রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করতে যাচ্ছে, কেননা অন্যান্য দেশ নিরাপত্তা সংক্রান্ত ক্রমবর্ধন উদ্বেগের কারণে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান’সহ তালিকাভুক্ত ৪২টি দেশ ও ভূখণ্ডের চেয়ে চীনে এই ধরনের যন্ত্রপাতির রপ্তানি কঠিনতর প্রক্রিয়ার মুখে পড়বে।

এইসব নিয়ন্ত্রণ বিধি জুলাই মাস থেকে কার্যকর হবে এবং ২৩টি পণ্যের উপর কার্যকর হবে। চীন বা সাদা-তালিকায় না থাকা অন্যান্য গন্তব্যে রপ্তানির জন্য প্রতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে।

“এই পদক্ষেপ প্রযুক্তির সামরিক ব্যবহারের দিকে সরে যাওয়া রোধ করার লক্ষ্যে হাতে নেয়া হয়েছে” বলে জানিয়েছেন জাপানের বাণিজ্য মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। “অত্যাধুনিক প্রযুক্তির অধিকারী একটি দেশ হিসেবে আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায়ে আমাদের দায়-দায়িত্ব পূরণ করতে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখতেও আমরা আগ্রহী”। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।