News update
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     

ফোন ট্র্যাকিং হচ্ছে কি না বুঝবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-01-22, 2:53pm

aksjdokl-304b0bb88475de807a808e22a78c00091705913587.jpeg




কেউ মোবাইল ট্র্যাকিং করলে নিরাপত্তা এবং গোপনীয়তা হুমকির মুখে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এক্ষেত্রে কিছু ধাপ অনুসরণ করে নিশ্চিত হতে হবে সত্যিই ফোন ট্র্যাকিং করা হচ্ছে কি না।

এটি করতে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে-

চেক করুন নোটিফিকেশন প্যানেলে এমন কোনো নোটিফিকেশন আসে কি না। যদি আসে, তাহলে ফোনে লগইন করা জি-মেইলের পাসওয়ার্ড বদলে ফেলুন। গুগোল ফাইন্ড দিয়ে কেউ ট্র্যাকিং করছে। আর যদি ফাইন্ড গুগোল ছাড়াও স্ট্যাটাস বারে এমন আইকন দেখা যায়, তাহলে এটা স্পাই অ্যাপের কারসাজি।

সমাধান পেতে, ফোনের Developer Option-এ চলে যান> Running Services>> এখানে সন্দেহজনক কোনো অ্যাপ চোখে পড়লে সোজা আন-ইনস্টল করে দিন।

এ ছাড়া আপনার ফোনে বিভিন্ন কোড ডায়াল করুন। যেমন— *#61# ডায়াল করলে আপনার ইনকামিং কলগুলো অন্য কোনো নম্বরে ফরওয়ার্ড করা হচ্ছে কি না তা জানা যাবে। একইভাবে *#62# ডায়াল করে আপনি দেখতে পারবেন যে, কোনো ডাইভারশন সফটওয়্যার বিভিন্ন কল এবং টেক্সটকে আপনার কাছে পৌঁছাতে বাধা দেয় কি না।

ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে কি না তা লক্ষ্য করুন। যদি তা হয়, তাহলে ফোন হয়তো আপনার অবস্থান সংগ্রহ করতে অনেক বেশি শক্তি ব্যবহার করছে।

ট্র্যাকিং হওয়ার বিষয় একবার নিশ্চিত হয়ে গেলে নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন-

* ফোনের সেটিংসে যান এবং ‘Location’ সেটিংটি ‘Off’ করুন। এটি ফোনকে আপনার অবস্থান সংগ্রহ করা বন্ধ করতে সাহায্য করবে।

* ফোনে ইনস্টল করা কোনো ট্র্যাকিং অ্যাপ বা সফটওয়্যার খুঁজে বের করুন এবং সেগুলো আন-ইনস্টল করুন।

* সিকিউরিটি সেটিংস পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে আপনার ফোনটি একটি শক্তিশালী পাসওয়ার্ড বা ফাংশনাল প্যাটার্ন দিয়ে সুরক্ষিত।

এরপরেও যদি মনে করেন যে নিরাপত্তা হুমকির মুখে, তাহলে স্থানীয় থানায় যোগাযোগ করুন।

নিম্নে কিছু অতিরিক্ত টিপস রয়েছে যা ফোনকে ট্র্যাকিং থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে-

* একটি লক স্ক্রিন ব্যবহার করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড বা ফাংশনাল প্যাটার্ন দিয়ে সুরক্ষিত করুন।

* ফোনের সিকিউরিটি সেটিংস পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে ফোনটি একটি শক্তিশালী পাসওয়ার্ড বা ফাংশনাল প্যাটার্ন দিয়ে সুরক্ষিত।

* অ্যাপস লিস্ট থেকে কোনো ট্র্যাকিং অ্যাপ বা সফটওয়্যার খুঁজে বের করুন এবং সেগুলো আন-ইনস্টল করুন।

* ডিভাইসে একটি VPN ব্যবহার করুন। এটি আপনার ইন্টারনেট ট্র্যাফিকটিকে এনক্রিপ্ট করে এবং আপনার অবস্থানকে গোপন রাখতে সাহায্য করবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।