News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

মাইক্রোসফট ও অ্যাপলকে যেভাবে পেছনে ফেললো এনভিডিয়া

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-06-20, 8:37am

saiahidiasjk-a993a4e59abce02f0c416deddab219ac1718851055.jpg




মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির জায়গা দখল করেছে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। কোম্পানিটির বর্তমান মূলধন বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩২ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার। এর আগে, গত সপ্তাহে অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জন করেছিল মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

বেশ কয়েকদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করে চলছে এনভিডিয়া। মঙ্গলবার (১৮ জুন) কোম্পানিটির শেয়ারের দাম ৩.২ শতাংশ বেড়ে ১৩৫ ডলারে পৌঁছেছে। এনভিডিয়ার বর্তমান মূলধন দাঁড়িয়েছে ৩.৩২৬ ট্রিলিয়ন ডলারে।

গত সপ্তাহে অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূলধনী কোম্পানির স্থান অর্জন করেছিল এনভিডিয়া।

সিমকর্পের ফলিত গবেষণার ব্যবস্থাপনা পরিচালক মেলিসা ব্রাউন এনভিডিয়ার শীর্ষ স্থান দখলের বিষয়টিকে ‘আশ্চর্যজনক’ উল্লেখ করে বলেছেন, মূলত বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই তাদের সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। তবে কতদিন এনভিডিয়া তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারে এটিই এখন দেখার বিষয়।

চলতি বছর এনভিডিয়ার শেয়ারের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭৩ শতাংশ। যেখানে মাইক্রোসফটের বেড়েছে ১৯ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আধিপত্য বিস্তার করতে টেক জায়ান্ট মাইক্রোসফট, মেটা প্লাটফর্ম ও গুগলও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এনভিডিয়া গেল ৭ জুন থেকে প্রতিটি স্টক টেন-ফর-ওয়ান বা একটিকে দশভাগে ভাগ করার পদক্ষেপ নিয়েছিল। এতে বিনিয়োগকারীরা কোম্পানিটির প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। সময় সংবাদ