News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

অসাধারণ এক টেকসই ফোন সি৬১ নিয়ে হাজির হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-08-28, 3:17pm

fggsgsd-06d6788ee897556ccc87f954f0e663d61724836639.jpg




উল্লেখযোগ্য স্থায়িত্ব ও দারুণ পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে স্মার্টফোনের বাজারে এক অত্যাধুনিক নতুন ডিভাইস রিয়েলমি সি৬১ আনতে যাচ্ছে তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। এন্টি-ড্রপ সুরক্ষা, পানি প্রতিরোধী ও ভেজা হাতে ব্যবহারের সক্ষমতা প্রদানের মাধ্যমে এই ডিভাইস স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এক নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে। বাজারে আসন্ন রিয়েলমি সি৬১ স্মার্টফোনটি গ্রাহকদের দিচ্ছে অসাধারণ দীর্ঘস্থায়িত্ব ও নির্ভরযোগ্যতার নিশ্চয়তা। 

অত্যন্ত মজবুত কোয়ালিটির রিয়েলমি সি৬১ এ রয়েছে ৬ জিবি + ১২ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত সম্প্রসারণযোগ্য অভ্যন্তরীণ (ইন্টারনাল) স্টোরেজ। এই শক্তিশালী সমন্বয় দ্রুত অ্যাপ চালু, মসৃণ মাল্টিটাস্কিং এবং বাড়তি ব্যাকগ্রাউন্ড অ্যাপ ধারণের সক্ষমতা তৈরির মাধ্যমে ফোনের পারফরম্যান্সকে আরও উন্নত করে। ফলে এটি ব্যবহারকারীকে একটি নির্বিঘ্ন ও নমনীয় অভিজ্ঞতা প্রদান করে। পারফরম্যান্স ছাড়াও ডিজাইনের দিক থেকেও অসাধারণত্বে প্রমাণ দিয়েছে রিয়েলমি সি৬১। চমৎকার নান্দনিকতা ও অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই স্মার্টফোনটিতে উন্নত মানের উপকরণ ব্যবহারের পাশাপাশি করা হয়েছে আল্ট্রা-স্লিম ডিজাইন।

রিয়েলমি সি৬১ ডিভাইসের ধুলা প্রতিরোধী আইপি৫৪ রেটিং এবং রেইনওয়াটার স্মার্ট টাচ সক্ষমতা একে আরও টেকসই এবং নির্ভরযোগ্য করে তোলে। স্মার্টফোনটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ফলে এটি ব্যবহারকারীদের বিভিন্ন পরিবেশে নিরবচ্ছিন্নভাবে কাজ করার নির্ভরযোগ্যতা প্রদান করে।

এছাড়াও, এই স্মার্টফোনটিতে রয়েছে এআই নয়েজ রিডাকশন, এআই জেশ্চার, এআই বুস্ট ইঞ্জিন, ডায়নামিক বাটন ও মিনি ক্যাপসুল ২.০ এর মতো উন্নত সব ফিচার। মাল্টিটাস্কিং, গেমিং বা ফোনের ইন্টারফেস ব্যবহার- সবকিছুতে এই উদ্ভাবনগুলো ব্যবহারকারীকে দেয় নির্বিঘ্ন ও মসৃণ অভিজ্ঞতা প্রাপ্তির নিশ্চয়তা।

রিয়েলমি ১ সেপ্টেম্বর,  ২০২৪ তারিখে সি৬১ এর আনুষ্ঠানিক উন্মোচন করতে পেরে আনন্দিত। রিয়েলমি সি৬১ এর উন্মোচন এবং অনলাইন/অফলাইনে প্রি-বুকিং অপশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে, স্মার্টফোন ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/realmeBD/ – এ ভিজিট করতে পারেন।