News update
  • Tulip Siddiq Will Be Fugitive if She Skips Court: ACC     |     
  • Gaza hospital damaged in Israeli strike: civil defence     |     
  • Capital Markets: Indices fell, turnover improved last week     |     
  • Over 1.67 lakh tube wells go dry amid drinking water problem in Feni      |     

ভিভো ভি৪০ ফাইভজি, হালকা ওজনে শক্তিশালী ব্যাটারি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-01, 8:20pm

img_20241201_201910-0ae5c59dd3d9c006e5af880cf99ae2791733062824.png




ওজনে হালকা কিন্তু ব্যাটারিটা শক্তিশালী- এমন স্মার্টফোনের চাহিদা বাড়ছে। ক্যাপাসিটি বেশি হলে ব্যাটারির সাইজ বড় হয়। এতে ওজনও বেশি হয়। তবে এদিক দিয়ে ব্যতিক্রম ব্লুভোল্ট ব্যাটারি।

ব্লুভোল্ট ব্যাটারি মূলত সেকেন্ড জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোডস। যা কম আয়তনের মধ্যে বেশি ব্যাটারি ক্যাপাসিটি ধারণ করতে পারে। এই ধরণের ব্যাটারি সাধারণ আকার থেকে পাতলা হয়। তবে এটি কম জায়গা দখল করে ফলে স্মার্টফোনের ওজন কম হয় এবং এক হাতে ব্যবহার উপযোগী।

ভি সিরিজে স্মার্টফোন ভিভো ভি৪০ ফাইভজিতে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করেছে ভিভো। ব্লুভোল্ট প্রযুক্তি থাকায় এটি একই আকারের অন্য যেকোনো ব্যাটারি থেকে ১৬ দশমিক ৫ শতাংশ ছোট। এনার্জি ডেনসিটি ২০ শতাংশ বেশি। পাশাপাশি এই সাইজের অন্য যেকোনো ব্যাটারি থেকে ১ হাজার মিলিঅ্যাম্পিয়ার বেশি ব্যাটারি ক্যাপাসিটি অফার করছে স্মার্টফোনটি। সাথে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ।

মাত্র ১৯০ গ্রাম ওজনের ভিভো ভি৪০ ফাইভজি ভিভোর সবচেয়ে স্লিম স্মার্টফোন। এর বডি ডায়মেনশন ১৬৪.১৬ মি মি * ৭৪.৯৩ মি মি * ৭.৫৮ মি মি। কেবল ৭.৫৮ মি মি পুরুত্বের স্লিম ডিজাইন-ই নয়, জাইসের পোর্ট্রেট ফটোগ্রাফিতেও চমৎকার দক্ষতা দেখিয়েছে স্মার্টফোনটি। 

পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমনের সময় সাপোর্ট দেবে ভিভো ভি৪০ ফাইভজি। স্মার্টফোনটির জাইসের ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা লেন্স, জাইস সিনেম্যাটিক পোর্ট্রেট ভিডিও, জাইস স্টাইল বোকেহ, জাইস মাল্টিফোকাল পোর্ট্রেট প্রতিটি মুহূর্তকে প্রফেশনাল লুকে ক্যামেরাবন্দী করবে। একবার ফুল চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ফলে ব্যাটারি স্থায়িত্বের কারণে সারাদিনের সঙ্গী হবে স্মার্টফোনটি। প্রয়োজন নেই ঘন ঘন চার্জে দেওয়ার। ব্যস্ততা মাঝে ব্যাটারি কমে গেলে, দ্রুত চার্জ করতে কেবল একটি লাঞ্চ ব্রেকের সময়ই যথেষ্ট।  

স্মার্টফোনটিতে রয়েছে আইপি৬৮ এবং আইপি৬৯ সার্টিফিকেশন যা মূলত পানি ও ধুলা প্রতিরোধী। গেম খেলা, ব্রাউজিং সাথে ভিডিও চ্যাট, একসাথে অনেক কাজ করার মতো মাল্টিটাস্কিং স্মার্টফোন হলো ভিভো ভি৪০ ফাইভজি। ১২০ হার্জ রিফ্রেশ রেটের থ্রিডি কার্ভড ডিসপ্লে রয়েছে স্মার্টফোনটিতে। ১.৫কে আল্ট্রা ক্লিয়ার সানলাইট ডিসপ্লেতে লোকাল পিক ব্রাইটনেস পাওয়া যাবে ৪৫০০ নিটস। ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স দিচ্ছে ভিভো ভি৪০ ফাইভজি। ভিভোর যেকোনো শো-রুম বা ই-স্টোর থেকে সংগ্রহ করা যাচ্ছে ভিভোর এই স্মার্টফোনটি।