News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে

বিকেডি আবির, ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-06, 8:42am

img-20241205-wa0003-a9766d5a3b272261b881a1a2482666a21733452944.jpg




বেইজ ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগ দেশের বিটিএস ইঞ্জিনিয়ার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার (এনভাওরেনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি – ইএইচএস) মান নিশ্চিত করার জন্য হুয়াওয়ের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

ট্রেনিং সেন্টারটিতে মূলত দুইটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, হুয়াওয়ের গ্রাহক, সাব-কনট্রাক্টর ও চ্যানেল পার্টনারদেরকে এখানে বিটিএসের সরঞ্জাম স্থাপন ও কমিশনিং-এর উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হবে। 

এরই ধারাবাহিকতায়, সম্প্রতি সাব-কন্ট্রাক্টরদের (বিটিএস পেশাজীবী) ইএইচএস নিশ্চিত করতে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে হুয়াওয়ে। এই প্রশিক্ষণে সকল পরিস্থিতিতে ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে যেসব পদক্ষেপ নেয়া জরুরী তার উপর আলোকপাত করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “আমাদের সহযোগী বিটিএস প্রফেশনালদের সর্বাধুনিক টেলিকমিউনিকেশন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। টেলিকমিউনিকেশন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইএইচএস মান বজায় রাখতে হুয়াওয়ে বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে। এই প্রশিক্ষণ কেন্দ্রটি টেলিকমিউনিকেশন পেশাদারদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমি বিশ্বাস করি, এই প্রশিক্ষণ কেন্দ্র তাদের আরও দক্ষ করে গড়ে তুলবে। একই সাথে এটি কাজের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”          

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সাপ্লাইয়ারদের ইঞ্জিনিয়ারিং সেবা ও ইএইচএস ব্যবস্থাপনা উন্নত করতে হুয়াওয়ে ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে। সব ধরনের পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে গুরুতর ঝুঁকিগুলিও পর্যবেক্ষণ করে তা সমাধান করে থাকে।