News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

আইপি৬৯ সমৃদ্ধ পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন পাওয়া যাচ্ছে সারা দেশে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-25, 8:02pm

photo_realme-c75-cec7f55f3965e871e46f0492e96bbf241735135454.jpg




তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি গত ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৭৫ বাজারে নিয়ে এসেছে।

আইপি৬৯ রেটিংসহ সেগমেন্টের প্রথম স্মার্টফোন হিসেবে এটি পরিচিতি পেয়েছে এক্সট্রিম ওয়াটারপ্রুফ ও আলটিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন হিসেবে।

উন্মোচনের পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রিয়েলমি সি৭৫। প্রি-বুকিংয়ের ক্ষেত্রেও গ্রাহকদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। আজ থেকে স্মার্টফোনটি দেশের রিয়েলমি আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে‌

ডিসেম্বরের ১৯ তারিখে দেশের বিভিন্ন রিয়েলমি আউটলেট-এ ক্রেতাদের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। স্মার্টফোনটি এখন সরাসরি কেনার জন্য পাওয়া যাচ্ছে।

সারা দেশের আউটলেটগুলোতে প্রি-বুক করা গ্রাহকরা উচ্ছ্বাস নিয়ে তাদের ডিভাইস নিতে ভিড় করছেন। আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ রেটিংসহ এই ফোনটি ধুলোমুক্ত, পানিরোধী এবং চরম পরিস্থিতিতেও টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

ডিভাইসটি ২ মিটার গভীর পানিতে ৬০ মিনিট এবং ০.৫ মিটার গভীরতায় ১০ দিন পর্যন্ত অক্ষত থাকতে সক্ষম।

রিয়েলমি সি৭৫ মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি বি১০এইচ), টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন এবং আর্মরশেল গ্লাসের মাধ্যমে উন্নতমানের স্থায়িত্ব নিশ্চিত করে।

এর অত্যাধুনিক ডিজাইন ব্যবহারকারীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।
ডিভাইসটিতে রয়েছে শক্তিশালী ৬০০০এমএএইচ ব্যাটারি এবং ৪৫ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা মাত্র ৩৮ মিনিটে ৫০% চার্জ সম্পন্ন করে। -২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটি নির্ভুলভাবে কাজ করে।

ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে: ২৪জিবি র‍্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র‍্যাম) ও ১২৮জিবি রম-এর দাম মাত্র ১৯,৯৯৯ টাকা, এবং ২৪জিবি র‍্যাম (৮জিবি + ১৬জিবি ডায়নামিক র‍্যাম) ও ২৫৬জিবি রম-এর দাম মাত্র ২২,৯৯৯ টাকা।

ডিসেম্বর ১৯ থেকে ২১ তারিখের মধ্যে এই ডিভাইসটি কিনলে ক্রেতারা এক বছরের বিশেষ ওয়াটারপ্রুফ এবং স্ক্রিন প্রটেক্টর ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন।

এছাড়া বাংলালিংক ব্যবহারকারীদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ১৮জিবি ইন্টারনেট বোনাস অফার, যা ফোনটির সঙ্গে পাওয়া যাবে।

আরও আপডেটের জন্য ভিজিট করুন রিয়েলমি বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ: https://www.facebook.com/realmeBD/ -এ।