News update
  • 36 Killed, Dozens Injured in Tamil Nadu Rally Stampede     |     
  • 36pc of Job Seekers Rely on Friends and Family Networks     |     
  • Govt to Announce New Hajj Packages Sunday, Costs to Drop     |     
  • World Leaders Hail Youth as Drivers of Global Change     |     
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     

বাংলাদেশে শাওমির প্রথম কিউএলইডি টিভিঃ শাওমি টিভি এ প্রো ২০২৫

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-12-25, 8:15pm

tv-a-pro-2025-b759cc7f8a899ecf629b7cbe353bd43e1735136137.png




নান্দনিক ভিজ্যুয়াল এবং টিভি দেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে বাংলদেশের বাজারে শাওমি নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তির শাওমি টিভি এ প্রো ২০২৫। বিনোদন উপভোগের ক্ষেত্রে অভিনব এই স্মার্ট টিভি দর্শকদের দিবে অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা। আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে প্রতিটি ফ্রেম একটি গল্পে পরিণত হবে, যেখানে উজ্জ্বলতা ও স্পষ্টতায় প্রতিটি দৃশ্য আরও জীবন্ত এবং বাস্তবমুখী হয়ে উঠবে।

শাওমি টিভি এ প্রো ২০২৫-এর মূল আকর্ষণ মূলত এর অনন্য ডিজাইন ও প্রযুক্তি। এই টিভিটি সকল ধরনের ব্যবহারকারীর কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে, এর কারনে টিভিটি সব ধরনের ব্যবহারকারীর প্রয়োজন সামানভাবে মেটাতে সক্ষম। যেমন- সিনেমাপ্রেমীদের জন্য বাড়িতেই সিনেমা হলের অভিজ্ঞতা থেকে শুরু করে গেমিং এ মসৃণ ও ইন্টার-অ্যাক্টিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা সবই পাওয়া যাবে এক টিভিতেই। টিভিটিতে রয়েছে চোখ ধাঁধানো কিউএলইডি ৪-কে রেজুলেশনের ডিসপ্লে । আছে বাস্তবের মতো দৃশ্য ফুটিয়ে তোলার জন্য ৯৪ শতাংশ ডিসিআই-পি-৩ রঙের সংমিশ্রণ। ফলে, প্রতিটি দৃশ্য ও শ্যাডোসহ বিস্তারিত এবং হাইলাইটের মতো ছোটখাটো বিষয়গুলি আরও নিখুঁতভাবে ফুটে উঠবে এতে। এর পাশাপাশি, স্টাইলিশ ও স্লিম মেটালিক ফ্রেম টিভিটিকে দেখতেও বেশ আকর্ষণীয় করে তুলেছে।

নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিত করতে শাওমি টিভি এ প্রো ২০২৫-এ যুক্ত করা হয়েছে এমইএমসি (মোশন এস্টিমেশন, মোশন কম্পেনসেশন) প্রযুক্তি। এই আধুনিক প্রযুক্তি দ্রুতগতির অ্যাকশন দৃশ্যগুলোকে আরও মসৃণ এবং নিখুঁত করার পাশাপাশি চরিত্রের প্রতিটি গতিবিধিকে বাস্তবের মতো প্রাণবন্ত করে তুলবে। ৬০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকার ফলে দর্শকরা ব্লার-ফ্রিভাবে লেটেস্ট ব্লকবাস্টার মুভি অথবা লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন।

তবে শাওমি টিভি এ প্রো ২০২৫-এর বিশেষত্ব শুধুমাত্র এর ভিজ্যুয়ালেই সীমাবদ্ধ নয়। এতে রয়েছে ডলবি অডিও, ডিটিএস ও ডিটিএস ভার্চুয়াল সাউন্ড সাপোর্ট, যা এর ভিজ্যুয়ালের মতোই নয়েসলেস এবং আধিকতর ক্লিয়ার শব্দের অভিজ্ঞতা দিবে। এর ১০ ওয়াটের শক্তিশালী ডুয়াল স্পিকার সামান্য শব্দ থেকে শুরু করে বিস্ফোরণের তীব্রতা কিংবা যে কোনো মিউজিকের নোটকে আরও স্পষ্ট ও শ্রুতিমধুর করে তুলবে, যা দর্শকদের বিনোদন অভিজ্ঞতায় নতুন এক মাত্রা যোগ করবে।

ভবিষ্যতের কথা বিবেচনা করে নির্মিত শাওমি টিভি এ প্রো ২০২৫-তে রয়েছে গুগল টিভি ইন্টিগ্রেশন, যা বিনোদন জগতকে দর্শকদের হাতের মুঠোয় এনে দেবে। পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে গুগল প্লে অ্যাপস এবং অন্যান্য একাধিক অ্যাপে দ্রুত গতিতে নেভিগেট করার জন্য রয়েছে শক্তিশালী কোয়াড এ৫৫ প্রসেসর ও ২ জিবি র‌্যাম। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণ ও অ্যাপ ডাউনলোডের জন্য রয়েছে ৮ জিবি রোম, যা স্টোরেজ নিয়ে ব্যবহারকারীদের চিন্তামুক্ত রাখবে।

লিভিং রুম হোক কিংবা হল রুম, স্লিক ও বেজেললেস ডিজাইনের কারণে শাওমি টিভি এ প্রো ২০২৫ যেকোন স্থানেই মানানসই। টিভিটি পাওয়া যাবে ৪৩, ৫৫, ৬৫ ও বিশাল ৭৫ ইঞ্চির চারটি ভিন্ন ভিন্ন সাইজে এবং সাইজের ভিন্নতার কারণে এটি ছোট-বড় সব ঘরের জন্য উপযুক্ত। 

চলতি বছরের অক্টোবরে বিশ্বব্যাপী লঞ্চ হয় শাওমি টিভি এ প্রো ২০২৫। তারই ধারাবাহিকতায়, বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করতে এবং অসাধারণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা ও প্রতিটি ঘরে আভিজাত্যের ছোঁয়া পৌঁছে দিতে শাওমি টিভি এ প্রো ২০২৫ এখন বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এই টিভিটি দেশজুড়ে সকল শাওমি স্টোরে পাওয়া যাবে।