News update
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     
  • Bangladesh concede 6-wicket defeat to India in ICC Trophy     |     

অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইনের নতুন সংযোজন, ভিভো ওয়াই২৯

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-02-15, 11:27pm

erewrwerq-651379c4054a4649e1a72066ffbd1b611739640453.jpg




স্মার্টফোনপ্রেমীদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, ঈদের আগেই ভিভো নিয়ে আসছে তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন। শক্তিশালী ব্যাটারি, টেকসই ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং অনন্য রঙের সমন্বয়ে তৈরি ভিভো ওয়াই২৯। 

স্মার্টফোনটিতে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি থাকায় এক চার্জেই সারাদিন নিশ্চিন্তে গেমিং, স্ট্রিমিং বা মাল্টিটাস্কিং করা যাবে। আর ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তির সাহায্যে দ্রুত চার্জ হওয়ায় নিশ্চিত হয় এর নিরবচ্ছিন্ন ব্যবহার। সেই সাথে ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ফোনের কুলিং এবং ব্যাটারি পারফরম্যান্স উন্নত করেছে। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সমস্যা থেকে মুক্ত থাকা যায়। 

অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইনের স্মার্টফোনটিতে স্কট শিল্ড গ্লাস থাকার কারণে এটি অত্যন্ত টেকসই। যে কোনো দুর্ঘটনাজনিত পড়ে যাওয়া বা ধাক্কা সামলানোর ক্ষেত্রে এর রয়েছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন।

ডিজাইনের ক্ষেত্রেও ভিভো ওয়াই২৯ নজরকাড়া। মেটালিক হাই-গ্লস ফ্রেম ফোনটিকে দিয়েছে স্টাইলিশ ও অভিজাত লুক। ছোট থ্রিডি প্লেট ডিজাইন দিবে গ্রিপের বাড়তি আরামদায়ক অনুভূতি। ভিভো ওয়াই২৯ পাওয়া যাবে ’নোবল ব্রাউন’ ও ’এলিগেন্ট হোয়াইট’ দু’টি অনন্য রঙে।