News update
  • Elections Possible Between Dec 2025 and Mar 2026: CA     |     
  • Cyclone's fringe lashes eastern Australia     |     
  • BRI’s corridor impacts strategic concern for BD: Moyeen Khan     |     
  • Bangladesh’s run machine Mushfiqur Rahim retires from ODIs     |     
  • Dhaka’s air quality ranks 6th worst in world Thursday     |     

জাইসের অত্যাধুনিক ক্যামেরা ও আইকনিক ডিজাইনের ভিভো ভি৫০

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-03-05, 7:14pm

r2342342-fac817d8a8240942706d52f47073a9af1741180484.jpg




ভিভো নিয়ে আসছে জাইসের অত্যাধুনিক ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ভিভো ভি৫০ স্মার্টফোনটির মাধ্যমে পাওয়া যাবে আরও বেশি প্রাণবন্ত ও নিখুঁত ছবি। বিশেষ করে প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফিতে এটি দেবে এক অনন্য অভিজ্ঞতা। ভিভো ভি৫০ এর প্রতিটি ক্যামেরাই জাইস প্রযুক্তির ৫০ মেগা পিক্সেলের। ফোনটিতে থাকছে ফোর-ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন। মাত্র ৭.৩৯ মি.মি. স্লিম এই ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। আইকনিক ডিজাইনের ফোনটি পাওয়া যাবে দুটি ফ্যাশনেবল কালার অপশনে।

জাইসের সাথে যৌথ গবেষণা ও উন্নয়নের কাজ করে আসছে ভিভো। বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের সহযোগিতায় এর আগেও কয়েকটি এক্স এবং ভি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে ভিভো। তারই ধারাবাহিকতায় এবার আসছে জাইসের ইমেজিং সিস্টেমে তৈরি আরও উন্নত পোর্ট্রেট ফটোগ্রাফি প্রযুক্তির ভিভো ভি৫০ স্মার্টফোন। 

ভিভো ভি৫০তে ১/১.৫৫″ ক্যামেরা সেন্সর ও এআই লাইটিং সিস্টেম ২.০ থাকার কারণে রাতে তোলা ছবিগুলো হবে আরও স্পষ্ট ও সুন্দর। ভি৫০ এর ক্যামেরায় থাকছে ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন, এআই ইনহ্যান্স, এআই ইরেজ ২.০, ফিল্ম ক্যামেরা মোড ও লাইভ ফটো ফিচার। এছাড়াও থাকছে ডিএসএলআর লেভেলের স্ট্যাবিলাইজেশন। এতে হাত নড়ে গেলেও ছবি ঘোলা হয়ে যাবে না।

ভিভো ভি৫০ এর ক্যামেরার পোর্ট্রেট মোডে পেশাদার লেন্সে স্পেশাল বোকে (ব্লার) ইফেক্ট ছবির বিষয়বস্তুকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। এতে ডিএসএলআরের মতো ফটোগ্রাফির অনুভূতি পাওয়া যায়। এই ফোনের জাইস অল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স প্রতিটি ছবিকে করে তোলে পরিষ্কার ও প্রাণবন্ত। ভিভো ভি৫০ এ থাকছে জাইসের মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচার, যেটি ২৩ মি.মি. ৩৫ মি.মি. বা ৫০ মি.মি. ফোকাল লেন্থে শট নেওয়ার সুযোগ দেয়। এতে করে ছবিটি মনে হয় আরও প্রফেশনাল।

স্মার্টফোনের ডিজাইনে নতুন মাত্রা যোগ করেছে ভিভো ভি৫০। ফোনটিতে থাকছে আলট্রা স্লিম ফোর-ডি ইনফিনিটি কার্ভড স্ক্রিন, যা ব্যবহার করার সময় দেবে আরামদায়ক অনুভূতি। ভিভো ভি৫০ স্মার্টফোনে দুটি কালার অপশন রয়েছে। একটি হচ্ছে স্ট্যারি ব্লু, আরেকটি স্যাটিন ব্ল্যাক। স্ট্যারি ব্লু রঙের ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম, যা হলোগ্রাফিক প্রক্রিয়া ব্যবহার করে কেসের ওপর খালি চোখে থ্রিডি অভিজ্ঞতা দেবে। আর স্যাটিন ব্ল্যাক রঙ চিরন্তন স্টাইল ও অভিজাত সৌন্দর্যের প্রতিচ্ছবি।