News update
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     
  • Bangladesh rejects India’s advice; vows free, fair polls     |     

গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-04-25, 9:11am

rt4324523-dfeae02dc5a84f198473a141bac7199c1745550691.jpg




গুগল ম্যাপ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় নেভিগেশন সেবা, যা প্রতিদিন প্রায় ২ বিলিয়ন মানুষ ব্যবহার করেন। এটি ভ্রমণপথ নির্ধারণ, কাছাকাছি স্থান খোঁজা কিংবা গন্তব্যে পৌঁছানোর জন্য এক অত্যন্ত কার্যকরী প্ল্যাটফর্ম। আপনার ব্যক্তিগত ঠিকানা, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা দোকানের অবস্থান গুগল ম্যাপে যুক্ত করা গেলে অন্যদের জন্য এটি খুঁজে পাওয়া সহজ হবে। ফলে কাউকে আলাদা করে ঠিকানা বোঝাতে হবে না, গুগল ম্যাপ থেকেই সঠিক লোকেশন পাওয়া যাবে।

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায় কয়েকটি ধাপে খুব সহজেই কাজটা করা সম্ভব। যে কেউ চাইলে যেকোনো অফিস, দোকান কিংবা নিজের বাড়ির লোকেশন ম্যাপে যুক্ত করতে পারে। গুগল ম্যাপে অ্যাড্রেস যোগ করার উপায় জানাচ্ছেন গুগল বিশ্লেষক।

যেভাবে লোকেশন যুক্ত করবেন

* প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।

* গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর কন্ট্রিবিউশন অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার উপরের Add Place-এ ক্লিক করতে হবে।

* এরপর ওপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।

* এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, দোকান ও স্কুল হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।

* প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভ-এ ক্লিক করলেই কাজ শেষ।

* লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না।