News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

জমে থাকা মেসেজ সহজে পড়ার নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-06-30, 9:19pm

erterte4543-5b18c4bb3b730012f87a49cc706a98dc1751296796.jpg




মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ সুখবর দিল। হোয়াটসঅ্যাপে জমে থাকা অসংখ্য মেসেজ পড়ার সময় হয়ে উঠে না। এই ঝামেলা থেকে মুক্তি দিতে নতুন একটি ফিচার নিয়ে এসেছে মেটা। ‘মেসেজ সামারিজ’ নামের এই ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে চ্যাট লিস্টের সব অপঠিত মেসেজের সংক্ষিপ্তসার তৈরি করে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করবে। 

নতুন এই ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক:  সম্প্রতি মেটা জানিয়েছে, এই ফিচার ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করেই কাজ করবে। নিজের চ্যাট লিস্টের সারাংশ শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যবহারকারীই দেখতে পারবেন। যার সঙ্গে চ্যাট করা হয়েছে তিনিও এই সারাংশ সম্পর্কে টের পাবেন না। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এটি একটি ডিফল্ট ফিচার অর্থাৎ ব্যবহারকারী চাইলেই সেটি আলাদাভাবে চালু করতে পারবেন। 

মেটা আরও জানিয়েছে, এই ফিচার তৈরি করা হয়েছে ‘প্রাইভেট প্রসেসিং’ প্রযুক্তির মাধ্যমে। যার ফলে ব্যবহারকারীর মেসেজ কিংবা সারাংশ মেটা বা হোয়াটসঅ্যাপ কেউই দেখতে পায় না। এতে করে ব্যবহারকারীর ব্যক্তিগত বার্তা নিরাপদ ও এনক্রিপ্টেডই থাকবে।

মেটা তাদের ব্লগ পোস্টে জানায়, আপনার মেসেজগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, এমনকি যখন আপনি এআই এর সাহায্য নিচ্ছেন তখনও।

এর আগে, হোয়াটসঅ্যাপের এআই ফিচার শুধু সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারত বা নির্দিষ্ট মেসেজ ট্যাগ করে প্রসঙ্গ বুঝত। এখন নতুন প্রযুক্তির মাধ্যমে এআই সরাসরি অপঠিত মেসেজ থেকে সারাংশ তৈরি করতে পারবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু হয়েছে। এ নিয়ে মেটা জানিয়েছে, শিগগিরই এটি আরও দেশ ও ভাষায় সম্প্রসারিত করা হবে। 

ফিচারটি চালু করতে ব্যবহারকারীদের প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। এরপর Chats>Private Processing-এ গিয়ে Message Summaries অপশনটি চালু করতে পারবেন।

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের এই উদ্যোগ মেটার এআই-কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ।আরটিভি