News update
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     

ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা, ক্ষমতা হারালেন ডিসি এসপি ও ইউএনও

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2025-06-30, 9:24pm

6y564353-13f7af691fd6277399c8bb376c574e191751297047.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয়ে কমিটি বাদ দিয়ে ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা-২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে নির্বাচন কর্মকর্তাদের কর্তৃত্বেই রাখা হয়েছে ভোটকেন্দ্র স্থাপন।

সোমবার (৩০ জুন) এ নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

নীতিমালায় ভোটকেন্দ্র স্থাপনে নির্বাচন কর্মকর্তাদের একক ক্ষমতা রাখা হয়েছে। এবারের নীতিমালায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোটকেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। পাশাপাশি বাদ দেয়া হয়েছে ইভিএমে ভোট দেয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টি।

২০২৩ সালের নীতিমালায় ভোটকেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এ কমিটির মাধ্যমেই ভোটকেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেয়া হতো। 

তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমান ইসি ভোটকেন্দ্র স্থাপন নীতিমালায় ডিসি-এসপির কর্তৃত্ব বাদ দিয়ে ইসির নিজস্ব কর্মকর্তাদের রেখেছে। এবার সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে রাখছে ইসি।