News update
  • Corruption Persists Despite Uprising, TI Chairman Warns     |     
  • Gaza Attacks Intensify as Disabled, Hungry Civilians Suffer     |     
  • Stock indices edge up in first hour at DSE, CSE     |     
  • World Cup ticket prices to start at $60, may rise to $6,730      |     
  • Gazipur kitchen market fire under control after one hour     |     

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, আর লাগবে না ফোন নম্বর!

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-04, 2:58pm

img_20250904_145622-8d8dc5fd74e1a3b44c5e663deaa4f5ed1756976339.jpg




জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান মেটা। খুব শিগগিরই অ্যাপটির ব্যবহারকারীরা ফোন নম্বর ছাড়াই একে অপরকে খুঁজে বের করতে এবং বার্তা পাঠাতে পারবেন। নতুন এই সুবিধা বর্তমানে অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।

যেভাবে কাজ করবে নতুন ফিচারটি: প্রতিটি ব্যবহারকারীকে একটি স্বতন্ত্র ইউজারনেম তৈরি করতে হবে। এই ইউজারনেমে অন্তত একটি বর্ণ থাকতে হবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে সেট করতে হবে, যাতে একই ধরনের নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি বা প্রতারণা করতে না পারে।

চ্যাট ট্যাবের নতুন সার্চ অপশনে গিয়ে ইউজারনেম লিখে খোঁজ করলে, ফোন নম্বর ছাড়াই অন্য ব্যবহারকারীর প্রোফাইল দেখা যাবে। এরপর সরাসরি চ্যাট শুরু করা যাবে। সেই চ্যাটে মিডিয়া, ভয়েস মেসেজ, ডকুমেন্টসহ সব ধরনের সুবিধা পাওয়া যাবে এবং সবকিছুই থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুরক্ষার মধ্যে।

নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য নিরাপত্তার বিষয়টিও মাথায় রেখেছে মেটা। যাতে অচেনা কেউ বিরক্ত না করে, সেজন্য হোয়াটসঅ্যাপে থাকবে ‘ইউজারনেম কী’ নামের একটি ব্যক্তিগত কোডের ব্যবস্থা। কেউ ইউজারনেম খুঁজে পেলেও সেই ‘কী’ ছাড়া প্রথম বার্তা পাঠাতে পারবে না। চাইলে ব্যবহারকারী এই নিরাপত্তা স্তর চালু বা বন্ধ রাখতে পারবেন। এছাড়া অনাকাঙ্ক্ষিত মেসেজ ঠেকাতে হোয়াটসঅ্যাপ নতুন অ্যালগরিদম ব্যবহার করবে, যা স্প্যাম প্রেরণকারী বা নিয়ম ভঙ্গকারীদের শনাক্ত করে ব্লক করবে। 

অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, কবে থেকে ফিচারটি চালু হবে। বর্তমানে বেটা সংস্করণে ফিচারটি পরীক্ষার শেষ ধাপে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে। নতুন ইউজারনেম ফিচারটি ঐচ্ছিক। যারা এই ফিচার ব্যবহার করতে চাইবেন না, তারা আগের মতো ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।