News update
  • Prof Yunus expresses solidarity with Shahidul Alam and Gaza     |     
  • Tk 38-cr Rangpur women’s sports complex now grazing ground!     |     
  • 70 Dead in Gaza as Trump Urges Israel to Halt Strikes     |     
  • A welcome rare momentum to reach a permanent ceasefire in Gaza     |     

দেশী টেকপ্রেমীদের ঝুলিতে নতুন সংযোজন শাওমি নিয়ে এলো রেডমি প্যাড ২

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-09-10, 5:29pm

img_20250910_172413-e0473bbfd060e9de0a785f698bdf05641757503795.png




বাংলাদেশী টেকপ্রেমীদের অভিজ্ঞতায় নতুনত্ব যোগ করতে দেশের বাজারে শাওমি রেডমি প্যাড ২ নিয়ে এলো গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে ছাড়াও আকর্ষণীয় ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড সিস্টেম। গান শোনা, সিনেমা দেখা ছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনা ও দক্ষতার সাথে অফিশিয়াল কাজ সারতে দারুণ কার্যকরী এ ডিভাইসটি টেকপ্রেমীদের নজর কাড়ছে খুব সহজেই। 

প্যাডটির ১১ ইঞ্চি সাইজের ২৫০০ রেজ্যুলেশনের ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। ফলে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা স্মুদ অভিজ্ঞতায় বিভিন্ন ভিডিও কনটেন্ট বানানো, ভিডিও দেখার পাশাপাশি অনায়াসে মজার সব গেম উপভোগ করতে পারবেন। চোখের সুরক্ষার জন্য ন্যাচারাল আলোর সাথে সামঞ্জস্য রেখে প্যাডটির ব্রাইটনেস অটোমেটিক এডজাস্ট করে নেয়। ফলে প্যাডটি দীর্ঘসময় ব্যবহার করলেও গ্রাহকের চোখে অস্বস্তিবোধ হবে না।  

শাওমি রেডমি প্যাড ২ এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ৯০০০ অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ফাস্ট চার্জিং সুবিধার এই প্যাড একবার চার্জ দিয়ে সারাদিন নির্ভার হয়ে ব্যবহার করতে পারবেন গ্রাহক। ফলে প্যাডটি শিক্ষার্থীদের পড়াশোনা বা অনলাইন ক্লাস করতে কিংবা অফিস গোয়িং টেকপ্রেমীদের কাজের জন্যও ভীষণ উপযুক্ত। এছাড়া দূরে ভ্রমণেও প্যাডটি হতে পারে সারাদিনের নিশ্চিন্ত সঙ্গী। 

প্যাডটির আধুনিক অডিও সিস্টেম এটিকে টেকপ্রেমীদের কাছে করেছে আরও আকর্ষণীয়। কোয়াড স্পিকার থাকায় প্যাডটির চতুর্দিক থেকে সাউন্ড ছড়িয়ে সাউন্ড কোয়ালিটিকে করে তুলেছে ভীষণ বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা, ভার্চুয়াল মিটিং করা থেকে শুরু করে সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার জন্যও প্যাডটি অত্যন্ত কার্যকরী। 

প্যাডটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর, যা এর এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারের মাল্টিটাস্কিংয়ে আরও স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় প্যাডটি ওজনেও হালকা, তাই সহজেই ক্যারি করা যায়। এছাড়া প্যাডটির উন্নত কানেকটিভিটি অপশন দিয়ে গ্রাহক খুব সহজেই ওয়াইফাই ও ব্লুটুথের মাধ্যমে হেডফোন অথবা মাউস-কিবোর্ড সংযুক্ত করে ব্যবহার করতে পারবেন। 

প্যাডটির ক্যামেরা অপশনে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করাসহ অন্যান্য জরুরী কাজ সেরে ফেলতে ভীষণ কার্যকরী। 

গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ প্যাডটির মূল্য যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকা।