News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন মেটার

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-03, 3:20pm

c144198f377212281c69221cd7cfd43c56bdb1562c09df7c-280867ff21c274f5e7093bc37afe04851759483204.jpg




মোবাইল ফোনের ওপর নির্ভরতা কমাতে দুর্দান্ত ফিচারে ভরা এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে মেটা। রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত নতুন এ স্টাইলিশ চশমায় রয়েছে অত্যাধুনিক সব সুবিধা। এটি হাতের ইশারায় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহারকারীর কাজ সহজ করবে।

চশমাটির ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে রয়েছে। এটি নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশন প্রদর্শন করতে পারে।

চশমায় এআই ফিচার যুক্ত থাকায় এটি ছবি, ভয়েস কমান্ড এবং ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করতে পারে। ফোন স্পর্শ না করেই হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এটি।

চশমাটি দিয়ে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ থাকা যাবে। লাইভ ট্রান্সলেশন সুবিধা থাকায় এর মাধ্যমে কথোপকথন রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে।

ক্লাসিক ওয়েফেরার স্টাইলের ডিজাইন এবং ওয়াটার-রেসিস্ট্যান্ট বৈশিষ্ট্য থাকায় চশমাটিকে সাধারণ চশমার মতোই দেখায়।

এ চশমার ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা। তবে রিস্টব্যান্ড ব্যবহার করলে কিছুটা বেশি সময় চালানো যাবে। চশমার গ্লাসে এলইডি থাকায় দেখা যাবে কখন নিরাপত্তা নির্দেশিকা ক্যামেরা চালু আছে।

মেটা জানিয়েছে, চশমাটি ব্যবহারকারীর পার্সোনাল সুপারইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে। এছাড়া এর মাধ্যমে স্মৃতি শক্তি উন্নত, চারপাশের তথ্য সহজে বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

মূল্য

মেটা চশমাটির মূল্য নির্ধারণ করেছে ৭৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় ৯৭ হাজার ৩৫৫ টাকা। তবে আমদানির খরচ ও ট্যাক্স যোগ করা হলে দাম আরও বাড়তে পারে।

প্রসঙ্গত, মেটার তৈরি নতুন এআই স্মার্ট চশমাটি পুরোপুরি স্মার্টফোনের বিকল্প নয়। বর্তমানে এটি স্মার্টফোনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হলেও  প্রযুক্তির উন্নতির সঙ্গে এটি আরও উন্নত ভার্সনে রূপান্তর করা হবে যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে স্মার্টফোনের শক্তিশালী বিকল্প।