
বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের জন্য আরও নিরাপদ ভার্চুয়াল পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটি ঘোষণা করেছে, এখন থেকে টিনএজার যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের অ্যাকাউন্ট ‘পিজি-১৩’ পরিচালিত হবে। ইনস্টাগ্রামের নতুন নীতিতে ১৮ বছরের নিচের ব্যবহারকারীরা কিছু পোস্ট এবং অ্যাকাউন্ট দেখতে পারবেন না।
যেসব পোস্ট এবং অ্যাকাউন্টে অশালীন ভাষা, নগ্নতা, যৌন ইঙ্গিতপূর্ণ ভঙ্গি, বা ঝুঁকিপূর্ণ স্টান্ট রয়েছে এসব তাদের নিউজ ফিডে আর আসবে না। এছাড়া, যেসব প্রোফাইল বারবার প্রাপ্তবয়স্কদের কনটেন্ট শেয়ার করে সেগুলো সম্পূর্ণভাবে ব্লক করে দেয়া হবে টিন অ্যাকাউন্ট থেকে।
কিশোর ব্যবহারকারীরা আর অ্যাডাল্ট অ্যাকাউন্টে ডিএম পাঠাতে, তাদের পোস্টে মন্তব্য করতে বা তাদের মন্তব্য দেখতে পারবেন না। এমনকি প্রোফাইল বায়ো, ইউজারনেম বা লিঙ্কে যদি কোনো প্রাপ্তবয়স্ক সাইটের উল্লেখ থাকে, সেগুলোকেও বয়সভিত্তিকভাবে সীমাবদ্ধ করা হবে।ইনস্টাগ্রামের এক বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে কোনো পিজি-১৩ সিনেমায় মাঝেমধ্যে সামান্য সংবেদনশীল দৃশ্য বা ভাষা থাকতে পারে, ইনস্টাগ্রামেও তেমন কিছু দেখা যেতে পারে। তবে আমরা চেষ্টা করব, এমন ঘটনা যেন যতটা সম্ভব কম হয়।
এই উদ্যোগের লক্ষ্য হলো অভিভাবকদের আরও স্বচ্ছ ধারণা দেয়া, তাদের সন্তানরা কী ধরনের কনটেন্ট দেখতে পারে আর কী দেখতে পারে না। মেটা জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে অভিভাবকরা এখন লিমিটেড কনটেন্ট সেটিং চালু করতে পারবেন, যা পিজি-১৩ সীমার বাইরের সব পোস্ট ফিল্টার করে দেবে। এই মোড চালু থাকলে টিন ব্যবহারকারীরা কোনো পোস্টে মন্তব্য করতে বা অন্যের মন্তব্য দেখতে পারবেন না।
অন্যদিকে, অভিভাবকরা চাইলে মোর কনটেন্ট অপশনও বেছে নিতে পারবেন, যাতে তাদের সন্তান সামান্য বিস্তৃত পরিসরের কনটেন্ট দেখতে পায় তবে ইনস্টাগ্রামের মূল বয়সভিত্তিক সুরক্ষা ব্যবস্থা কার্যকরই থাকবে। নতুন আপডেটটি প্রথমে চালু হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায়, এবং বছরের শেষ নাগাদ ধীরে ধীরে বিশ্বজুড়ে চালু হবে। একই সঙ্গে ফেসবুকেও টিনএজ ব্যবহারকারীদের জন্য একই রকম বয়স-উপযোগী সুরক্ষা নীতি যুক্ত করার পরিকল্পনা করছে মেটা।সূত্র : দ্য ভার্জ