News update
  • Dhaka records unhealthy air quality on Sunday morning     |     
  • Govt letter to EC to hold election, referendum on same day     |     
  • COP30 boosts funding for at-risk nations but avoids firm fossil fuel terms     |     
  • When To Worry over Ceiling & Wall Cracks After An Earthquake      |     
  • Stock market rebounds, DSEX gains 166 points over week     |     

ভূমিকম্পের অ্যালার্ট ফোনে চালু করবেন যেভাবে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-23, 1:05pm

ewrwererewq-b9a6d514df16c4503cb691c936e1ec941763881531.jpg




বিশ্বের বিভিন্ন দেশে এখন স্মার্টফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা (Earthquake Alert) পাঠানো হয়। অ্যানড্রয়েড ও আইফোন, উভয় ডিভাইসেই এই সিস্টেম রয়েছে। জরুরি মুহূর্তে কয়েক সেকেন্ড আগে পাওয়া এই সতর্কবার্তা আপনার জীবন বাঁচাতে পারে। তাই ফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু আছে কি না, নিশ্চিত হওয়া জরুরি। নিচে ধাপে ধাপে পদ্ধতি দেওয়া হলো।

অ্যানড্রয়েড ফোনে ভূমিকম্প অ্যালার্ট চালু করার উপায়

গুগল ২০২০ সাল থেকে অ্যানড্রয়েডে “Android Earthquake Alerts System” যুক্ত করেছে। বাংলাদেশসহ অনেক দেশে এটি সক্রিয় আছে।

Pause

Mute

Remaining Time -8:47

Unibots.com

পদ্ধতি–১: সেটিংস থেকে চালু করুন

Settings খুলুন

Safety & Emergency (বা Location → Earthquake Alerts) এ যান

Earthquake Alerts অপশনটি ON করে দিন

পদ্ধতি–২: Emergency Alerts অন আছে কি না দেখুন

Settings → Notifications এ যান

Wireless Emergency Alerts (বা Emergency Alerts) চাপুন

android

নিচের অপশনগুলো ON রাখুন—

Severe threats

Public safety alerts

Alerts allowed

যা নিশ্চিত করবেন

মোবাইলের Location (GPS) চালু থাকবে

Mobile data বা Wi-Fi চালু থাকতে হবে

ডিভাইসটি গুগলের অফিসিয়াল অ্যানড্রয়েড ভার্সন হলে অ্যালার্ট দ্রুত পাওয়া যায়

আইফোনে (আইওএস) ভূমিকম্প অ্যালার্ট চালু করার উপায়

অ্যাপল আইফোনে অফিসিয়াল দুর্যোগ সতর্কবার্তার জন্য Emergency Alerts ব্যবহার করে। যে দেশগুলোতে ভূমিকম্প অ্যালার্ট সাপোর্টেড, সেখানে এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে।

অন করার ধাপ

Settings খুলুন

নিচে স্ক্রল করে Notifications নির্বাচন করুন

নিচের দিকে Government Alerts সেকশন পাবেন

Emergency Alerts এবং Public Safety Alerts – উভয় অপশন ON করে দিন

যা মনে রাখবেন

ফোনে Do Not Disturb বা Silent Mode থাকলেও জরুরি সতর্কবার্তা বাজবে

Location services চালু থাকলে অ্যালার্ট আরও নির্ভুলভাবে পাওয়া যায়

গুগল ম্যাপ ও অ্যানড্রয়েড সেন্সর কীভাবে কাজ করে?

গুগল অ্যানড্রয়েড ফোনের অ্যাক্সিলারোমিটার ব্যবহার করে ভূমিকম্পের কম্পন শনাক্ত করে। একই এলাকার অনেক ফোন একই সময়ে কম্পন বুঝলে গুগলের সার্ভার দ্রুত বিশ্লেষণ করে নোটিফিকেশন পাঠায়। ফলে কম্পনের কেন্দ্র থেকে দূরে থাকা মানুষ কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পায়।

ভূমিকম্প অ্যালার্ট কেন গুরুত্বপূর্ণ?

কয়েক সেকেন্ডের সতর্কবার্তা মানুষকে নিরাপদ স্থানে যেতে সাহায্য করে

লিফট, ট্রেন বা গাড়িতে থাকলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়

জরুরি পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি কমে

ভূমিকম্প আগে থেকে ভবিষ্যদ্বাণী করা সম্ভব না হলেও আধুনিক প্রযুক্তি এখন সামান্য সময়ের সতর্কবার্তা দিতে পারে। আপনার ফোনে অ্যান্ড্রয়েড বা iPhone—যাই হোক না কেন, Emergency Alerts চালু আছে কি না একবার দেখে নিন। এই ছোট প্রস্তুতিই দুর্যোগের মুহূর্তে জীবন বাঁচাতে পারে।