News update
  • Can Dhaka’s arms recovery drive ensure peaceful polls?     |     
  • ‘Unhealthy’ air quality recorded in Dhaka Monday morning     |     
  • BD peacekeepers' deaths: UN chief calls Dr. Yunus, offers condolence     |     
  • Bangladesh Plans Rockets, Satellites, and Space Industrial Park     |     
  • India willing to work together inspired by shared sacrifices of past     |     

এমডিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা 

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে শত শত কোটি টাকা দুর্নীতি

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-09-26, 11:43am

ertretert-8ca1ce44e2e837929644fc371d12aedd1727329402.jpg




মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের ১৭ কোটি টাকার ক্যাবল বিক্রি ও আত্মসাতের ঘটনায় কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৫ সেপ্টম্বর) দুদকের কক্সবাজার জেলা কার্যালয়ে এ মামলা করেন সংস্থাটির উপ-পরিদর্শক আহসানুল কবীর পলাশ।

মামলার অন্য আসামিরা হলেন, সিপিজিসিবিএলের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. আলফাজ উদ্দিন, ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল মেরিনের মালিক মো. ইকবাল হোসেন, কর্মচারী নিজাম উদ্দিন ও মো. সেলিম। তদন্তে অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নামও মামলায় যুক্ত করা হবে বলে এজাহারে বলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মাতারবাড়ী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ১৭ কোটি টাকার ক্যাবল বাইরে বিক্রি করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। গত আগস্ট মাসে আসামিরা তিনটি কনটেইনারে ৫৬ দশমিক ৯০ টন তামার ক্যাবল সরকারি অনুমতি না নিয়ে গোপনে বিক্রি করে দেন। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৭ কোটি ৭ লাখ টাকা।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছে দুদক।

উল্লেখ্য যে, গত ৩১ আগস্ট বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১৭ কোটি টাকা মূল্যের ৫৬.৯৬ টন কপার ক্যাবল আত্মসাৎকালে দুইজনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, মাতারবাড়ী প্ল্যান্ট পরিচালনাকারী কোল পাওয়ার জেনারেশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এই সিন্ডিকেটের নেতৃত্ব দেন। আরটিভি