News update
  • Rohingya repatriation hinges on Arakan stability: Khalilur Rahman     |     
  • Bangladesh Ranked 47th Among World’s Most Powerful Nations     |     
  • Saima Wazed Took RAJUK Plot Without Formal Application: ACC     |     
  • Reforms in key sectors could create millions of jobs in BD: WB     |     
  • Aid blockade into second month: Misery deepens for Gazans     |     

দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-12-31, 7:41am

img_20241231_073942-47ff4854bdfade93105aa3bd110bc3aa1735609273.jpg




দীর্ঘ ১৪ দিন পর চালু হলো পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

এর আগে গত ১৬ ডিসেম্বর সকালে পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হলেও এ কেন্দ্রের রক্ষণাবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। আরটিভি।