News update
  • CA urges united efforts to stop food contamination voicing concern     |     
  • Tarique obliquely slams Jamaat for ‘propaganda’ against BNP echoing AL     |     
  • Medical team hopeful about Khaleda’s recovery in Bangladesh     |     
  • Beanibazar green cover shrinks, migratory birds disappear     |     
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     

শনিবার দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-11-07, 7:45pm

rtretewrew-1a65601f6cc751816a768d8e455d675c1762523134.jpg




ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৮ নভেম্বর) দেশের বেশ কিছু জেলার নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। এর মধ্যে রয়েছে জয়পুরহাট, বগুড়া জেলার কিছু এলাকা। এ ছাড়া রংপুরে বিভাগের বেশ কিছু এলাকাতেও লম্বা সময় থাকবে না বিদ্যুৎ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এ কথা জানায় নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই (নেসকো)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুরের সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। যেসব এলাকা বিদ্যুৎ থাকবে না—সাবস্টেশন হতে মাস্টারপাড়া, আদর্শপাড়া ঈদগাহ মাঠ, কামারপাড়া কুতুবিয়া মসজিদ, সেনপাড়া ট্রাফিক অফিস, গুপ্তপাড়া পূজামণ্ডপ, ঝন্টুর মোড়, ফায়ার সার্ভিস মোড়, শালবন ইন্দ্ররা মোড়, শিয়ালুর মোড় নাসারী, শালবন হাজির খামার, জুট মিলের পুর্ব পর্যন্ত মুলাটোল থানা, গুপ্তপাড়া, লাইন্স স্কুল, ফায়ার সার্ভিস মোড়।

জয়পুরহাটের বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে জানানো হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তন কাজের জন্য গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেব পাড়া, স্টেডিয়াম রোড, রুপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাচুর মোড়, কাশিয়া বাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাচুর মোড় হতে সিও কলোনি সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোড সহ তৎসংলগ্ন এলাকায় আগামীকাল শনিবার সকাল ৭টা ৩০ থেকে বিকেল ৪টা (সাড়ে ৭ ঘণ্টা) পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে জানানো হয়েছে, পুরান বগুড়া ১১ কেভি ফুলতলা ফিডারের লাইনের নিকটবর্তী গাছের ডাল-পালা কর্তনের জন্য আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলিমপুর, মেডিক্যাল রোড, মালগ্রাম দক্ষিণপাড়া, কৈগাড়ী, হোমিও কলেজ, ফুলতলা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো।

এদিকে সিলেট শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় লম্বা সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পিডিবি।

পিডিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না— শিবগঞ্জ ১১ কেভি ফিডার এলাকা : শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকা। রাজবাড়ী ১১ কেভি ফিডার এলাকা : মিতালি টিলা, দর্জিবন্দ, বসুন্ধরা, রায়নগর, ঝর্ণারপাড়, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, মনিরের দোকান, আগপাড়া বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও আশপাশের এলাকা।

উপশহর ফিডার এলাকা : উপশহর ব্লক–এ এবং আশপাশের এলাকা।আরটিভি