News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

ব্রিটেনে গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

গ্রীণওয়াচ ডেস্ক বিনিয়োগ 2022-06-22, 4:08pm




ব্রিটেনে বার্ষিক মুদ্রাস্ফীতি মে মাসে ৯.১ শতাংশে উন্নীত হয়েছে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। বুধবার প্রকাশিত সরকারী হিসাবে এ কথা বলা হয়।

এপ্রিলে এই হার ছিল ৯ শতাংশ। ব্যাংক অব ইংল্যান্ড জানায়, চলতি বছরের শেষ হওয়ার আগেই এটি ডাবল ডিজিটে পৌঁছাতে পারে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এই মুদ্রাস্ফীতি বেড়েছে।  তথ্য সূত্র বাসস।