News update
  • State mourning begins, state funeral for Khaleda Zia at 2 pm     |     
  • Kamal Hossain: Khaleda Zia was ‘a patriot and democratic guardian'     |     
  • High medicine prices threaten healthcare of poor communities     |     
  • Curtain falls on a political giant as Khaleda Zia passes into history     |     

এবার আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-02-28, 11:38am

resize-350x230x0x0-image-213951-1677560665-1-ef402bbbe68903306f2773a3fd168a281677562730.jpg




এবার ভূমিকম্পে কাঁপল মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান।দেশটিতে ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে।

এনসিএস জানায়, ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্পটি মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় । তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি এখনো জানা যায়নি।

জানা গেছে গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে ওঠেছে আফগানিস্তান। এর আগে গত বৃহস্পতিবার ফায়জাবাদে ৬ দশমিক ৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। এরপর রোববার ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে ফায়জাবাদেই। তথ্য সূত্র আরটিভি নিউজ।