News update
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     
  • Bodies of three Bangladeshis killed in India's Tripura handed over     |     
  • Khaleda, Tarique invited to July Charter signing ceremony     |     
  • Climate adaptation could unlock millions of jobs, growth in BD     |     
  • UN Rights Chief Welcomes Bangladesh's Abuse Prosecutions     |     

কলাপাড়ায় জোয়ারের পানিতে দাঁড়িয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের অভিনব দাবী

বিপর্যয় 2024-10-04, 12:01am

demo-by-standing-in-tidal-water-for-construction-of-durable-embankment-at-kalapara-on-thursday-03-oct-2024-91261e60b4baef8c3882f79d2400280b1727978502.jpg

Demo by standing in tidal water for construction of durable embankment at Kalapara on Thursday 03 Oct 2024.



পটুয়াখালী: অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি-ঘর, চলাচলের রাস্তাঘাট, রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় জোয়ারের পানিতে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীরে জোয়ারের পানিতে দাঁড়িয়ে এ প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

প্রায় ঘন্টা ব্যাপী প্রতিবাদ কর্মসূচী শেষে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লা, মোঃ শাহীন মোল্লা, মোঃ সোহেল মোল্লা, ভুক্তভোগী কৃষক মো: মোশারফ হাওলাদার, বেল্লাল হোসেন, মোসাঃ হালিমা আয়শা এবং মেহেদী হাসান প্রমূখ। 

বক্তারা বলেন, 'পশ্চিম লোন্দা গ্রামের ২৫০ টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে জোয়ার ভাটায় ভেসে, ডুবে বসবাস করছে। আমরা বেঁচে থাকার জন্য, কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ চাই।' - গোফরান পলাশ