News update
  • Dhaka Seeks Mutual Respect in Ties with India: Touhid     |     
  • HC Scraps Appointments of 6,531 Primary Teachers     |     
  • US executive orders continue     |     
  • Fakhrul, Zaima, Khosru Meet Destro, Beasley in Washington     |     
  • US Shifts Stance as Trump’s Gaza Plan Sparks Global Outrage     |     

উপকূলে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব শুরু, সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-12-01, 7:44am

018e4349e7dc0e085af23d6175cd4e0e864475aa1d0d4637-1fcb9f241f66c191b0b0517b196cfe381733017456.jpg




ভারতের তামিলনাড়ু রাজ্যের পুদুচেরি উপকূলের কাছে আছড়ে পড়তে (ল্যান্ডফল) শুরু করেছে ঘূর্ণিঝড় ফিনজাল। আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঝড়টি তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস । তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে জারি হয়েছে রেড অ্যালার্ট।

এর আগে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছিল যে, ঘূর্ণিঝড় ফিনজাল তামিলনাড়ু উপকূল অতিক্রম করার সময় বাতাসের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ফিনজাল আঘাত হানার আগেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারি বৃষ্টি শুরু হয়। প্রচণ্ড ঝড় এবং দমকা বাতাসের কারণে চেন্নাইয়ে বিমানবন্দর ও ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। এছাড়া বেশ কিছু হাসপাতাল ও বাড়িঘর প্লাবিত হয় বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

ঘূর্ণিঝড় ফিনজালকে কেন্দ্র করে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ করে দেয়া হয়। শনিবার বিকেলের মধ্যেই কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়া হয় নিরাপদে আশ্রয়কেন্দ্রে।

এছাড়া প্রতিবেশী অঞ্চল পুদুচেরির নিচু এলাকায় বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে এবং প্রশাসন ঘূর্ণিঝড়ের আগে বাসিন্দাদের সতর্ক করে এসএমএস সতর্কতা পাঠিয়েছে।

এদিকে চেন্নাই বিমানবন্দরের কিছু অংশ প্লাবিত এবং একাধিক ফ্লাইট বাতিলের কারণে শত শত যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। রোববার ভোর ৪টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির।

শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। এরই মধ্যে শহরের ১৩৪টি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রোববার পর্যন্ত ৬২২ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আরটিভি নিউজ।