News update
  • 184 Palestinian journos killed in Gaza war endured hunger, grief     |     
  • Gaza Sees Record Hunger as West Bank Evictions Rise     |     
  • Gaza Health Crisis Deepens as Hospitals Overflow, WHO Warns     |     
  • Mystery over deaths of 2 men inside car in Mouchak basemeent     |     
  • Govt Ready to Transfer Power to Elected Leaders: Chief Adviser     |     

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-08-11, 8:32am

08ca243e55d8f8626b329c695e6d2a993fa423eff2dc8c8c-57a4d6f430dccffc9da7304c7ae1e6a11754879565.jpg




তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এক ডজনের বেশি ভবন ধসে পড়েছে। অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৯ জন।

তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় ৭টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটার উৎপত্তিস্থল ছিল তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায়।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, সিনদিরগিতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধারের কিছুক্ষণ পরই একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ইয়ারলিকায়া আরও জানিয়েছেন, ওই অঞ্চলে মোট ১৬টি ভবন ধসে পড়েছে। ভবনগুলো বেশিরভাগই পরিত্যক্ত ও অব্যবহৃত। দুটি মসজিদের মিনারও ভেঙে পড়েছে। 

ইয়ারলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পে ২৯ জন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থা গুরুতর নয়। 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এই ঘটনার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ-পশ্চিম তুরস্কে ৭.৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়। 

কমপক্ষে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়। ওই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলে মারা যায় আরও ৬ হাজার মানুষ।

সম্প্রতি গত জুলাইয়ের শুরুতে একই অঞ্চলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে একজনের মৃত্যু হয় এবং আরও ৬৯ জন আহত হয়।