News update
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     
  • Expats must register thru mobile app to vote in BD polls     |     
  • US Faces Pressure as UN Votes on Gaza Ceasefire     |     
  • Prof Yunus includes 4 political leaders in UNGA tour del     |     
  • Tarique calls for vigilance to prevent troubles during Puja     |     

কলাপাড়া আন্ধারমানিক খেলাঘরের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক ইলা

বিবিধ 2023-01-14, 10:53pm

kalapara-municipality-mayor-bipul-chandra-hawladar-addresses-the-andharmanik-khelaghar-conference-as-chief-guest-on-saturday-46a803cccd3c65e0f899e66e641482a21673715201.jpg

kalapara Municipality Mayor Bipul Chandra Hawladar addresses the Andharmanik Khelaghar conference as chief guest on Saturday.



পটুয়াখালী: ‘জেগেছে আজ সব বিশ্ব শিশু, মুক্তির মোহনায় মিলেছি হাতে হাত রেখে‘ এই প্রতিপাদ্যে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে শনিবার বেলা ১১টায় আন্ধারমানিক খেলাঘর আসরের আহবায়ক মোস্তফা জামান সুজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পঙ্কজ কর্মকার, দক্ষিণা খেলাঘর আসরের সাধারণ সম্পাদকআতিকুজ্জামান দিপু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: হুমায়ুন কবির প্রমুখ।

দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি মোস্তফা জামান সুজন ও ইলা রানী বোসকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

তাদেরকে শপথ বাক্য পাঠ করান ড. আমিনুল ইসলাম টিটো। খেলাঘর আসরের শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত করে তোলে সম্মেলনকে।

এর আগে জাতীয় পতাকা ও খেলাঘরের পতাকা উত্তোলন করে সমবেত কণ্ঠে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন নেতৃবৃন্দ। সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী খেলাঘর আসরের সভাপতি ও পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. জাফর আহম্মেদ। - গোফরান পলাশ