News update
  • Dams in Chenab Basin and Climate Change: Need to Exercise Caution     |     
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     

কলাপাড়া প্রেসক্লাবে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

বিবিধ 2023-03-31, 10:14pm

iftar-and-doa-mahfil-held-at-kalapara-press-club-on-friday-982f2faa864554f83153eece51fbfb8b1680279290.jpg

Iftar and doa Mahfil held at Kalapara Press Club on Friday



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সভাপতি মোঃ হুমায়ুন কবির, সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক মোহসিন পারভেজ, নেছার উদ্দিন আহমেদ টিপু, সিনিয়র সাংবাদিক জীবন কুমার মন্ডল, অমল মুখার্জি, গোফরান পলাশ, শরিফুল হক শাহীন, জসিম পারভেজ প্রমূখ।

ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম। - গোফরান পলাশ