News update
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     
  • UN HR chief wants BD provide safety to fleeing Rakhine people      |     
  • Quader dissatisfied over the plan of imposing 15% VAT on metro rail     |     
  • Gaza hospital says 20 killed in Israeli strike on Nuseirat     |     
  • Officials warned against negligence in OMS food distribution     |     

মেয়র মোহাম্মদ হানিফের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিবিধ 2023-04-01, 11:23pm

prayer-offered-at-the-grtave-of-mayor-mohammad-hanif-on-the-occasion-of-his-birthday-on-saturday-april-1-2023-fe86c4a4cbd8bbffd4e15ff05a9497831680369801.jpg

Prayer offered at the grtave of Mayor Mohammad Hanif on the occasion of his birthday on Saturday April 1 2023.



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জনতার মঞ্চের রূপকার এবং অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ হানিফের ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

তারঁ কর্মময় জীবনকে স্বরণ করে শনিবার (১লা এপ্রিল) বেলা সাড়ে ১১২টায় মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলসহ দুস্থঃ অসহায় এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাবার বিতরণ করে।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের নেতৃত্বে মেয়র মোহাম্মদ হানিফের কবরে শ্রদ্ধা জানায় দলীয় নেতাকর্মীরা। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের অংশ নেয় আগতরা।

শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ সাঈদ খোকন তাঁর প্রয়াত পিতার জন্মবার্ষিকীতে রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, মোহাম্মদ হানিফ ১৯৪৪ সালের এই দিনে পুরান ঢাকার আবদুল আজিজ এবং মুন্নি বেগমের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি লক্ষাধিক ভোটের ব্যাবধানে ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। তার নেতৃত্বেই ১৯৯৬ সালের মার্চ মাসে ‘জনতার মঞ্চ’ গঠিত হয়েছিল। যা ছিল আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। ’ পরবর্তিতে ৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গনজোয়ার সৃষ্ঠি করে দলকে বিজয়ে ব্যাপক ভূমিকা রাখেন মোহাম্মদ হানিফ।

২০০৪ সালের ২১শে আগষ্ঠ গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে নারকীয় গ্রেনেড হামলার সময় নিজের জীবন তুচ্ছ করে মানবঢাল রচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেন মোহাম্মদ হানিফ। একের পর এক ছোড়া গ্রেনেডে বঙ্গবন্ধু কন্যা প্রাণে রক্ষা পেলেও মারাত্বক আহত হন তিনি। দুঃসহ যন্ত্রনা সহ্য করেই মোহাম্মদ হানিফ জাতীয় রাজনীতিতে সক্রিয় থেকে ২০০৬ সালের ২৮ নভেম্বর ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি