রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেট ও ভেতরে একটি গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এতে সরকারি টিভি স্টেশনটির ট্রান্সমিশন বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩ টার দিকে বিটিভির ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ইউনিট রওনা দিলেও আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার ইউনিট।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
এদিকে আগুন নেভাতে দ্রুত ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে বিটিভি।
পোস্টে বিটিভি লিখেছে, ‘বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি।’ আরটিভি নিউজ।