News update
  • U.S. Embassy Dhaka Welcomes Ambassador-Designate Brent T. Christensen     |     
  • Survey Shows Tight Race Between BNP and Jamaat-e-Islami     |     
  • Yunus Urges Lasting Reforms to End Vote Rigging     |     
  • Govt Cuts ADP to Tk2 Lakh Crore Amid Fiscal Pressure     |     
  • Home Adviser Urges Ansar Professionalism for Fair Polls     |     

সশস্ত্র সংঘাতে অকথ্য ভয়াবহতার শিকার হচ্ছে শিশুরা: ইউনিসেফ

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-06-29, 7:55am




জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বলছে, ২০০৫ থেকে ২০২০ সালের মধ্যে শিশুদের বিরুদ্ধে ২,৬৬,০০০-এর বেশি সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটেছে।

আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকা জুড়ে ৩০ টিরও বেশি সংঘাতের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, শিশুরা যুদ্ধের ক্ষত সহ্য করে চলেছে এবং অকথ্য ভয়াবহ ওইসব ক্ষত সহ্য করতে তাদের বাধ্য করা হয়েছে৷

এই বিষয়ে ইউনিসেফ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের লেখকরা বলেছেন, এই প্রতিবেদনে কেবল একটি আংশিক চিত্রকেই তুলে ধরা সম্ভব হয়েছে বলে তাদের বিশ্বাস। তারা বলছেন, এটি সংঘাতে আটক শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের পূর্ণ মাত্রাকে প্রতিফলিত করে না।

ইউনিসেফের জ্যেষ্ঠ উপদেষ্টা, এবং জরুরি পরিস্থিতিতে শিশু সুরক্ষার বিষয়টি নিয়ে কাজ করেন, তাশা গিল। তিনি বলেন, শিশুরা প্রতিদিন গড়ে ৭১টি যাচাইকৃত গুরুতর লঙ্ঘনের শিকার হচ্ছে। তিনি আরও বলেন ঐ প্রতিবেদনে , সংঘাতে ১,০৪,০০০ এরও বেশি শিশু হত্যা ও পঙ্গুত্বের বিষয়টি তুলে ধরা হযেছে।

গিল বলেন, “২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে, সমস্ত যাচাইকৃত শিশুর হতাহতের ৮২ শতাংশ ঘটনা শুধুমাত্র পাঁচটি দেশে ঘটেছে। দেশগুলো হল: আফগানিস্তান, ইসরাইল ও ফিলিস্তিনি রাষ্ট্র , সিরিয়া, ইয়েমেন এবং সোমালিয়া”।

উপরন্তু, প্রতিবেদনে বলা হয়েছে, শিশুরা ধর্ষণ, জোরপূর্বক বিবাহ এবং যৌন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে, অন্যান্য ধরণের যৌন সহিংসতারও শিকার হয়েছে কমপক্ষে ১৪,২০০ শিশু। শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে অন্য সব নির্যাতনের মধ্যে সবচেয়ে কম রিপোর্ট করা হয়েছে বলে গিল উল্লেখ করেন।

গিল বলেন, শিশুদের সৈন্য হিসাবেও নিয়োগ করা হয় এবং তাদের মধ্যে অনেককে যুদ্ধরত পক্ষগুলি মূলত কুলি, যৌন দাস এবং বার্তাবাহক হিসাবে ব্যবহার করে। তিনি বলেন, এইসব লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে হবে।

ইউনিসেফ আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলা এবং শিশুদের সুরক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংঘাতে লিপ্ত সব পক্ষ এবং রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানিয়েছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।