News update
  • Walton Unveils Bangladesh’s Largest Floating Solar Plant     |     
  • Dreams of July Martyrs remain unfulfilled, claim families     |     
  • Metro Rail Halted on Agargaon–Motijheel Section After Fatal Accident     |     
  • Dhaka’s Per Capita Income Rises to USD 5,163     |     
  • DSE turnover dips 18% despite weekly gains in key indices     |     

উখিয়ায় অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

বিবিধ 2021-08-09, 1:47pm

A python found in Ukhiya area of Cox's Bazar on Sunday was released in the dense forest. Ukhiya News



কক্সবাজারের উখিয়া উপজেলার বড় ইনানীর লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। যাহার লম্বা সাড়ে ১১ফুট। ওজন ২০ কেজি।

গতকাল রোববার বেলা আড়াইটার দিকে উখিয়ার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী বনবিভাগের আওতাধীন গভীর বনাঞ্চলে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা দক্ষিন বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো শামীম রেজা মিঠু।

তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানীর সড়কের পার্শ্ববর্তী লোকালয়ে স্থানীয় লোকজন অজগরটি দেখতে পায়। পরে তারা বন বিভাগের খবর দিলে আমি, ইনানী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফাদেক হোসেন ও বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যরা মিলে রাতে অজগরটি ওই স্থান থেকে উদ্ধার করে ইনানী বনবিট কার্যালয় নেওয়া হয়। সেখানে হেফাজতে রেখে রাতে খাবারের জন্য একটি মুরগি দেওয়া হয়েছে।

বনসংরক্ষক মো শামীম রেজা মিঠু বলেন, (আজ) গতকাল রোববার দুপুরের দিকে ইনানী বিটের সংরক্ষিত গভীর বনাঞ্চলের ভেতরে বনকর্মী ও বনরক্ষা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাধ্যমে অজগরটি অবমুক্ত করা হয়েছে। - Ukhiya News