News update
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     
  • Over 100 Killed in Brazil’s Deadliest Rio Police Raid     |     
  • Alphabet Tops $100 Billion Quarter as AI Drives Surge     |     
  • Wild bird meat raid in Sylhet’s Jaintiapur: 2 hotels sealed, 1 fined     |     
  • Reported massacre at hospital in Sudan’s El Fasher leaves 460 dead     |     

অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ-এর যাত্রা শুরু

বিবিধ 2021-08-18, 1:29pm

Mollah Amzah Hossain and Shahin Chowdhury



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আজ সোমবার (১৬/৮/২০২১) জাতীয় প্রেসক্লাবে এক সভায় ইপি-বিডি ডটকমের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং এবিনিউজ২৪ বিডি ডটকমের সম্পাদক শাহীন চৌধুরীকেসদস্য সচিব করে ১৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও ওমেনআই২৪ ডটকমের সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সরকার নিবন্ধিত অনলাইনগুলোকে পেশাদারিত্বের সাথে পরিচালনা করা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কর্তৃপক্ষের সাথে দেন-দরবার করে সমাধান করাই এই সংগঠনের কাজ। এছাড়া সাংবাদিকদের পেশাগত মান-উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি গ্রহণ করবে এই সংগঠন। নিবন্ধিত ৮১টি অনলাইনের মালিকরা এই সংগঠনের সদস্য। আগামী তিন মাসের মধ্যে

আহ্বায়ক কমিটি সবার সঙ্গে যোগাযোগ করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এর আগে গত ১৬ জুন একই বিষয়ের ওপর আরেকটি সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:ফরিদা ইয়াসমিন, ওমেনআই২৪ ডটকম,

আলমগীর হোসেন, বার্তা২৪ ডটকম, বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট, এসএম জাহিদ হাসান, রাইজিং বিডিডটকম, নজরুল ইসলাম মিঠু, নিউজনেক্সট বিডিডটকম, মো. আব্দুল মজিদ, ঢাকাডিপ্লোম্যাট ডটক্ম, হামিদ মো. জসিম, এবিনিউজ ২৪ ডটকম, সৌমিত্র দেব, রেডটাইমস ডটকমডটবিডি, তৌহিদুল ইসলাম মিন্টু, দ্যরিপোর্ট২৪ ডটকম, রফিকুল বাসার, এনর্জিবাংলা ডটকম, লতিফুল বারী হামিম, ঢাকানিউজ ২৪ ডটকম, রফিকুল ইসলাম সবুজ, নিউজগার্ডেন বিডিডটকম এবং খোকন কুমার রায়, সুখবর ডটকম।

বার্তা প্রেরক – রফিকুল বাসার সেল: ০১৫৫২-৩১৫৭৪৫

অস্থায়ী কার্যালয় : ৫৬ ইনারসার্কুলার রোড, লেভেল-৫, নয়াপল্টন, ঢাকা। - প্রেস বিজ্ঞপ্তি